এর আগেও নিরাপত্তা চেয়েছিলেন আর জি কর হাসপাতালের (R G Kar Medical College And Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। কিন্তু সেই সময় বিচারপতি তাঁকে প্রভাবশালী তকমা দিয়ে সেই আবেদন মঞ্জুর করেননি। বুধবার, সন্দীপ ও তাঁর পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ইতিমধ্যেই আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বাড়ির সামনে পুলিশ (Police) মোতায়েন করা হয়েছে বলে এদিন আদালতে জানিয়েছে রাজ্য।
এদিন হাই কোর্টে রাজ্য জানায়, সন্দীপের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা রয়েছে। স্বয়ং বেলেঘাটা থানার ওসি নিরাপত্তার দিকে নজর রাখছেন। রাজ্যের বক্তব্য শোনার পরে বিচারপতির নির্দেশ, মামলাকারীর বাড়ির সামনে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে পুলিশকে।
