Wednesday, August 20, 2025

ইরানে বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা! মৃত ৩৫ পাকিস্তানি পুণ্যার্থী

Date:

Share post:

শিয়া ধর্মাবলম্বী পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার সময় বাস (Bus) উল্টে বড়সড় দুর্ঘটনা! মর্মান্তিক দুর্ঘটনায় ইতিমধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাকিস্তান (Pakistan) থেকে ইরানের (Iran) দিকে যাচ্ছিল বাসটি। সূত্রের খবর, মঙ্গলবার রাতে পাকিস্তান থেকে ইরানের ইয়াজাদ শহরে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে পুণ্যার্থীবোঝাই বাসটি। ওই বাসটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। মৃতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে আশঙ্কাজনক অবস্থায় ১৪ যাত্রীকে স্থানীয় অবস্থায় ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায় এবং যাত্রীদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, শিয়া সাধক আরবাইনের মৃত্যুদিন উপলক্ষে তাঁর স্মরণে ইরাকে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। তবে এদিন রাতে ইরানের ইয়াজাদ প্রদেশে আসতেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। জানা গিয়েছে, বাসের চালক আচমকা ব্রেক কষতেই ঘটে যায় বিপত্তি। বাসটি উল্টে যেতেই তাতে আগুন লেগে যায় বলে খবর। পুণ্যার্থীদের মধ্যে বেশিরভাগই সিন্ধু প্রদেশের লারকানা এবং ঘোটকি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। দুর্ঘটনায় অন্তত ১১ মহিলা ও ১৭ জন পুরুষ প্রাণ হারিয়েছেন বলে ইরান প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৮ জন। যাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। অন্যদিকে দুর্ঘটনাস্থলেই ৩০ জন যাত্রী প্রাণ হারান, পরে হাসপাতালে ভর্তি করা হলে আরও ৫ জনের মৃত্যু হয়।

তবে ইরানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। ইতিমধ্যে আহতদের জরুরি চিকিৎসার জন্য শহরের সব হাসপাতালগুলিকে কড়া বার্তা দেওয়া হয়েছে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের।

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...