Wednesday, August 20, 2025

শিয়া ধর্মাবলম্বী পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার সময় বাস (Bus) উল্টে বড়সড় দুর্ঘটনা! মর্মান্তিক দুর্ঘটনায় ইতিমধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাকিস্তান (Pakistan) থেকে ইরানের (Iran) দিকে যাচ্ছিল বাসটি। সূত্রের খবর, মঙ্গলবার রাতে পাকিস্তান থেকে ইরানের ইয়াজাদ শহরে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে পুণ্যার্থীবোঝাই বাসটি। ওই বাসটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। মৃতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে আশঙ্কাজনক অবস্থায় ১৪ যাত্রীকে স্থানীয় অবস্থায় ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায় এবং যাত্রীদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, শিয়া সাধক আরবাইনের মৃত্যুদিন উপলক্ষে তাঁর স্মরণে ইরাকে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। তবে এদিন রাতে ইরানের ইয়াজাদ প্রদেশে আসতেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। জানা গিয়েছে, বাসের চালক আচমকা ব্রেক কষতেই ঘটে যায় বিপত্তি। বাসটি উল্টে যেতেই তাতে আগুন লেগে যায় বলে খবর। পুণ্যার্থীদের মধ্যে বেশিরভাগই সিন্ধু প্রদেশের লারকানা এবং ঘোটকি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। দুর্ঘটনায় অন্তত ১১ মহিলা ও ১৭ জন পুরুষ প্রাণ হারিয়েছেন বলে ইরান প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৮ জন। যাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। অন্যদিকে দুর্ঘটনাস্থলেই ৩০ জন যাত্রী প্রাণ হারান, পরে হাসপাতালে ভর্তি করা হলে আরও ৫ জনের মৃত্যু হয়।

তবে ইরানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। ইতিমধ্যে আহতদের জরুরি চিকিৎসার জন্য শহরের সব হাসপাতালগুলিকে কড়া বার্তা দেওয়া হয়েছে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version