Tuesday, December 2, 2025

পিএফএর বর্ষসেরা ফুটবলার ফোডেন, সেরা তরুণ খেলোয়াড় পালমার

Date:

Share post:

নতুন মরসুমের শুরুতেই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ফিল ফোডেন। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার জিতে নিলেন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের খেতাব। পিএফএর সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসি ফরোয়ার্ড কোল পালমার।

পিএফএ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় ফোডেনের সঙ্গে লড়াই করেছেন তারই ক্লাব সতীর্থ আর্লিং হাল্যান্ড ও রদ্রি। ২০২১ ও ২০২২ সালে পিএফএ ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছিলেন ফোডেন। সেখান থেকে দ্রুতই জিতে নিলেন মূল পুরস্কার। সতীর্থ ফুটবলারদের ভোটে এ পুরস্কার জিতেছেন ফোডেন। এছাড়াও ২০২৩-২৪ প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনেরও বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সদ্য সমাপ্ত মরসুমে ফোডেন ১৯ গোল করার পাশাপাশি ৮টি গোল করতেও সহায়তা করেন।

সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার পর ফোডেন বলেন, এই পুরস্কারের জন্য আমি গর্বিত ও কৃতজ্ঞ। সতীর্থদের কাছ থেকে এভাবে স্বীকৃতি পাওয়ায় সবাইকে ধন্যবাদ।সিটির কোচ পেপ গার্দিওলা ও সতীর্থদের ধন্যবাদ জানিয়ে ফোডেন আরও বলেন, পেপকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই এবং সিটির অন্যান্য কোচ ও সতীর্থদেরও বিশেষ ধন্যবাদ জানাই। প্রতিদিন তারা আমাকে আরও ভাল খেলতে সাহায্য করেছেন।

এদিকে পিএফএ ছেলেদের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসি ফরোয়ার্ড পালমার।এবারই প্রথম পিএফএ বর্ষসেরা ও বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ইংল্যান্ডের দুই খেলোয়াড়। সদ্য সমাপ্ত মরসুমে পালমার সব মিলিয়ে ২২ গোল করেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে। তবে পিএফএর বর্ষসেরা একাদশে জায়গা পাননি পালমার। একাদশে আছেন আর্সেনালের ৫ জন। ডেভিড রায়া, উইলিয়াম সালাইবা, গ্যাব্রিয়েল, ওডেগার্ড ও রাইস জায়গা পেয়েছেন। সিটির আছেন চার তারকা। কাইল ওয়াকার, রদ্রি, ফিল ফোডেন ও হাল্যান্ড। এছাড়াও বর্ষসেরা একাদশে আছেন লিভারপুলের ভ্যান ডাইক ও অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস।

 

 

spot_img

Related articles

বিশেষভাবে সক্ষমদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার, বার্তা শশীর

বিশেষভাবে সক্ষমদের (Physically Disable) অধিকার রক্ষাই মূল উদ্দেশ্য। ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবসে আয়োজিত অনুষ্ঠানে এই বার্তা...

শুভেন্দুকে ‘কুকুরের’ সঙ্গে তুলনা! ‘সেবাশ্রয়’-এ আশ্রয় দেওয়ার বার্তা দেবাংশুর

সোমবারই শুরু হয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেবাশ্রয় (Sebaashray 2) ক্যাম্প। আর সেই সোমবারেই...

কি চান লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাব? রোহিঙ্গা-অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া মন্তব্য প্রধান বিচারপতির

"আপনারা কি চান? আমরা লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব?" রোহিঙ্গা (Rohingya) অনুপ্রবেশ নিয়ে মামলায় কড়া প্রশ্ন তুললেন...

বিসিসিআইয়ের মিটিংয়ের আগেই রোহিত-বিরাটের সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচক

বুধবার দ্বিতীয়  একদিনের ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিসিআই কর্তাদের। কিন্ত...