Friday, August 22, 2025

পিএফএর বর্ষসেরা ফুটবলার ফোডেন, সেরা তরুণ খেলোয়াড় পালমার

Date:

Share post:

নতুন মরসুমের শুরুতেই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ফিল ফোডেন। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার জিতে নিলেন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের খেতাব। পিএফএর সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসি ফরোয়ার্ড কোল পালমার।

পিএফএ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় ফোডেনের সঙ্গে লড়াই করেছেন তারই ক্লাব সতীর্থ আর্লিং হাল্যান্ড ও রদ্রি। ২০২১ ও ২০২২ সালে পিএফএ ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছিলেন ফোডেন। সেখান থেকে দ্রুতই জিতে নিলেন মূল পুরস্কার। সতীর্থ ফুটবলারদের ভোটে এ পুরস্কার জিতেছেন ফোডেন। এছাড়াও ২০২৩-২৪ প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনেরও বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সদ্য সমাপ্ত মরসুমে ফোডেন ১৯ গোল করার পাশাপাশি ৮টি গোল করতেও সহায়তা করেন।

সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার পর ফোডেন বলেন, এই পুরস্কারের জন্য আমি গর্বিত ও কৃতজ্ঞ। সতীর্থদের কাছ থেকে এভাবে স্বীকৃতি পাওয়ায় সবাইকে ধন্যবাদ।সিটির কোচ পেপ গার্দিওলা ও সতীর্থদের ধন্যবাদ জানিয়ে ফোডেন আরও বলেন, পেপকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই এবং সিটির অন্যান্য কোচ ও সতীর্থদেরও বিশেষ ধন্যবাদ জানাই। প্রতিদিন তারা আমাকে আরও ভাল খেলতে সাহায্য করেছেন।

এদিকে পিএফএ ছেলেদের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসি ফরোয়ার্ড পালমার।এবারই প্রথম পিএফএ বর্ষসেরা ও বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ইংল্যান্ডের দুই খেলোয়াড়। সদ্য সমাপ্ত মরসুমে পালমার সব মিলিয়ে ২২ গোল করেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে। তবে পিএফএর বর্ষসেরা একাদশে জায়গা পাননি পালমার। একাদশে আছেন আর্সেনালের ৫ জন। ডেভিড রায়া, উইলিয়াম সালাইবা, গ্যাব্রিয়েল, ওডেগার্ড ও রাইস জায়গা পেয়েছেন। সিটির আছেন চার তারকা। কাইল ওয়াকার, রদ্রি, ফিল ফোডেন ও হাল্যান্ড। এছাড়াও বর্ষসেরা একাদশে আছেন লিভারপুলের ভ্যান ডাইক ও অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস।

 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...