Sunday, November 9, 2025

কর্তব্যে গাফিলতির অভিযোগ! এবার আর জি করে ভাঙচুরের ঘটনায় সাসপেন্ড ৩ পুলিশ অফিসার

Date:

তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে গত ১৪ আগস্ট মধ্যরাতে মেয়েদের রাতের দখল কর্মসূচির দিন আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর ঘটনা ঘটে। কোনও কোনও মহল থেকে এই ঘটনার জন্য সরাসরি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়। শুরু হয় তুমুল বিতর্ক। এবার কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ২ ACP ও ১ ইন্সপেক্টর! সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে লালবাজার।

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের প্রতিবাদে সেদিন ‘রাত দখল’ কর্মসূচি পালিত হয়েছিল কলকাতায়। মধ্যরাতে যখন শহরের রাস্তায় নেমেছিলেন মহিলারা, তখন আর জি করে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতী। কোথাও বেড, কোথাও আইসিইউ, কোথাও ফ্রিজ তো কোথাও এমআরআই মেশিন ভেঙে গুঁড়িয়ে হয়। যে ৩ পুলিস আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা ঘটনার দিন আর জি করের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে।

এর আগে, আরজি করে ভাঙচুরের ঘটনার ভিডিও দেখিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, ‘সেদিন রাত্রিবেলায় রাত দখলের কর্মসূচি ডাকার পরে বহু জায়গায় অনেক মানুষের জমায়েত হয়েছিল। আমরা আইনশৃঙ্খলা রক্ষা ও মহিলাদের নিরাপত্তার জন্য় ব্য়বস্থা নিয়েছিলাম। সারা রাত শহরের সর্বত্রই বাহিনী মোতায়েন করা হয়েছিল, ডিভিশনাল ডিসি নিজে ছিলেন। সকলকেই চড়ান্ত সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করতে বলা হয়েছিল’।

পুলিস কমিশনারের আরও বক্তব্য ছিল ‘স্বতঃস্ফূতভাবে লোক এসেছিল। নির্দিষ্ট কোনও নেতা ছিল না। ফলে কত লোক আসবে, সেটা বোঝা সম্ভব ছিল না। আমরা ফেসবুকে পেজে ছবি পোস্ট করেছি, ভিডিও পোস্ট করেছি। যেকোনও লোক আমাদের তথ্য দিতে পারে। গ্রেফতারির ক্ষেত্রে রাজনীতিং রং দেখা হবে। আপনি যদি জানেন যে, এই লোকটি উপস্থিত ছিল, সে যেকোনও রাজনৈতিক দলের হতে পারে, আমরা ব্য়বস্থা নেব’।

আরও পড়ুন: আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রক্তদান কর্মসূচি বিশ্বকোষ পরিষদের

 

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version