Saturday, August 23, 2025

কর্তব্যে গাফিলতির অভিযোগ! এবার আর জি করে ভাঙচুরের ঘটনায় সাসপেন্ড ৩ পুলিশ অফিসার

Date:

তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে গত ১৪ আগস্ট মধ্যরাতে মেয়েদের রাতের দখল কর্মসূচির দিন আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর ঘটনা ঘটে। কোনও কোনও মহল থেকে এই ঘটনার জন্য সরাসরি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়। শুরু হয় তুমুল বিতর্ক। এবার কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ২ ACP ও ১ ইন্সপেক্টর! সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে লালবাজার।

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের প্রতিবাদে সেদিন ‘রাত দখল’ কর্মসূচি পালিত হয়েছিল কলকাতায়। মধ্যরাতে যখন শহরের রাস্তায় নেমেছিলেন মহিলারা, তখন আর জি করে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতী। কোথাও বেড, কোথাও আইসিইউ, কোথাও ফ্রিজ তো কোথাও এমআরআই মেশিন ভেঙে গুঁড়িয়ে হয়। যে ৩ পুলিস আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা ঘটনার দিন আর জি করের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে।

এর আগে, আরজি করে ভাঙচুরের ঘটনার ভিডিও দেখিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, ‘সেদিন রাত্রিবেলায় রাত দখলের কর্মসূচি ডাকার পরে বহু জায়গায় অনেক মানুষের জমায়েত হয়েছিল। আমরা আইনশৃঙ্খলা রক্ষা ও মহিলাদের নিরাপত্তার জন্য় ব্য়বস্থা নিয়েছিলাম। সারা রাত শহরের সর্বত্রই বাহিনী মোতায়েন করা হয়েছিল, ডিভিশনাল ডিসি নিজে ছিলেন। সকলকেই চড়ান্ত সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করতে বলা হয়েছিল’।

পুলিস কমিশনারের আরও বক্তব্য ছিল ‘স্বতঃস্ফূতভাবে লোক এসেছিল। নির্দিষ্ট কোনও নেতা ছিল না। ফলে কত লোক আসবে, সেটা বোঝা সম্ভব ছিল না। আমরা ফেসবুকে পেজে ছবি পোস্ট করেছি, ভিডিও পোস্ট করেছি। যেকোনও লোক আমাদের তথ্য দিতে পারে। গ্রেফতারির ক্ষেত্রে রাজনীতিং রং দেখা হবে। আপনি যদি জানেন যে, এই লোকটি উপস্থিত ছিল, সে যেকোনও রাজনৈতিক দলের হতে পারে, আমরা ব্য়বস্থা নেব’।

আরও পড়ুন: আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রক্তদান কর্মসূচি বিশ্বকোষ পরিষদের

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version