এদিকে যখন আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে স্বাস্থ্যভবন অভিযান করেছেন কলকাতার জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকরা, তখন সিবিআইয়ের ডাকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) আর জি কর হাসপাতালের (R G Kar Medical College And Hospital) নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায় (Bulbul Mukharjee)।
এর আগে আর জি কর-কাণ্ডে একাধিক আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পালমোনারি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে পর পর ২দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। CBI সূত্রে খবর, আর জি কর-কাণ্ড নিয়ে প্রশ্নমালা সাজিয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বর্তমান সুপারকে। ঘটনার দিন কোথায় ছিলেন, কখন সে দিনের তিনি ঘটনার কথা জেনেছিলেন, কার কাছ থেকে জেনেছিলেন, তদন্ত কমিটির প্রধান হিসাবে কী কী করেছেন, কোনও তথ্য পেয়েছেন কি না- এই সব বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের গতিবিধি নিয়েও বুলবুল কিছু জানতেন কি না, তাও জানতে চাইছে সিবিআই।