Sunday, November 9, 2025

সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের প্রশ্নের মুখে আর জি করের নতুন সুপার বুলবুল

Date:

এদিকে যখন আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে স্বাস্থ্যভবন অভিযান করেছেন কলকাতার জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকরা, তখন সিবিআইয়ের ডাকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) আর জি কর হাসপাতালের (R G Kar Medical College And Hospital) নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায় (Bulbul Mukharjee)।৯ অগাস্ট হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ধর্ষণ-খুন বলে ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ। সেই সময় আর জি করের ডিন পদে ছিলেন বুলবুল। ঘটনার পর পড়ুয়াদের দাবি জোরালো হওয়ার পরে, অন্যান্যদের সঙ্গে সরানো হয় আর জি কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকেও (Sandip Ghosh)। তার পরেই ডিন থেকে সুপার হন বুলবুল। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় আর জি করে অভ্যন্তরীণ তদন্ত কমিটির নেতৃত্বেও ছিলেন বুলবুল (Bulbul Mukharjee)। এবার তাঁকে তলব করল সিবিআই। বুধবার দুপুরে তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে আর জি কর-কাণ্ডে একাধিক আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পালমোনারি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে পর পর ২দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। CBI সূত্রে খবর, আর জি কর-কাণ্ড নিয়ে প্রশ্নমালা সাজিয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বর্তমান সুপারকে। ঘটনার দিন কোথায় ছিলেন, কখন সে দিনের তিনি ঘটনার কথা জেনেছিলেন, কার কাছ থেকে জেনেছিলেন, তদন্ত কমিটির প্রধান হিসাবে কী কী করেছেন, কোনও তথ্য পেয়েছেন কি না- এই সব বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের গতিবিধি নিয়েও বুলবুল কিছু জানতেন কি না, তাও জানতে চাইছে সিবিআই।






Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...
Exit mobile version