Thursday, August 21, 2025

সিবিআইয়ের নজরে ঘটনার পর “উধাও” নির্যাতিতার ঘনিষ্ঠ দুই সহপাঠী!

Date:

আর জি কর কাণ্ডের (RG Kar Hospital) তদন্ত এখন সিবিআইয়ের হাতে। ঘটনার প্রায় ১২দিন পেরিয়ে গেলেও গ্রেফতারের সংখ্যা এখনও পর্যন্ত ওই এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। গোয়েন্দাদের নজরে আরও অনেক সন্দেহভাজন থাকলেও সেই অর্থে কোনও তথ্য প্রমাণ নেই। ফলে শুধু ডাকাডাকি আর জিজ্ঞাসাবাদের পর্বতেই থেমে রয়েছে তদন্ত। আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।

এদিকে তদন্তে উঠে আসছে বেশকিছু নাম ও সম্ভাবনা। প্রশ্ন হচ্ছে, সেই রাতে কেন খুন হতে হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়াকে? তার পেছনে কি শুধু কারণ ধর্ষণ? নাকি আরও গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে এই নৃশংস ঘটনার পিছনে? নির্যাতিতার ধর্ষণ ও খুনের পর থেকে একের পর এক প্রশ্ন দানা বাঁধছে। এবার নজর ওইদিন রাতে আরও দুই সহপাঠীর দিকে।

তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ১২ দিন পেরিয়ে গেছে। কিন্তু আর জি করের (RG Kar Hospital) সন্দেহভাজন সেই দুই পিজিটির এখনও কোনও খোঁজ নেই। সূত্রের খবর, গত কয়েকদিন স্বাস্থ‌্যদফতরের তরফে আর জি করের সব চিকিৎসক ও পড়ুয়াদের শরীর-স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে। যাঁরা কর্মবিরতিতে, তাঁদেরও কোনও সমস‌্যা হচ্ছে কি না, তারও পুঙ্খানুপুঙ্খ তথ‌্য সংগ্রহ হচ্ছে। সেই সময়েই জানা গিয়েছে, ৯ আগস্ট রাতে নারকীয় ওই ঘটনার পর দুই পিজিটি আর হাসপাতালে আসেননি।

হাসপাতাল সূত্রে খবর, ঘটনার পর অর্থাৎ ৯ অগাস্ট রাত থেকে আর খোঁজ নেই তাঁদের। এদের মধ্যে একজন মহিলা চিকিৎসক অন্যজন তাঁরই সহপাঠী পুরুষ চিকিৎসক। মহিলা চেস্ট মেডিসিন বিভাগের অর্থাৎ নির্যাতিতার দফতরের। এবং অন্যজন অর্থপেডিক ডিপার্টমেন্টের বলে জানা গিয়েছে। নির্যাতিতার মতোই তাঁরাও ছিলেন দ্বিতীয় বর্ষের পিজিটি। তবে সেই দুই পিজিটি চিকিৎসক কেন আসছেন না, কর্মবিরতিতে শামিল চিকিৎসকদের একটা বড় অংশই তা বলতে পারেননি।

অসমর্থিত সূত্রে শোনা যাচ্ছে, ঘটনার বেশ কিছুদিন আগে নির্যাতিতার সঙ্গে তাঁদের বাকি কথা-কাটাকাটিও হয়েছিল। যদিও মিটেও গেছিল সেসব। কিন্তু গত ৯ আগস্ট ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসতেই তাঁদের দুজনকে আর হাসপাতাল চত্বরেই দেখা যায়নি। এখানেই তৈরি হচ্ছে সন্দেহ!

আরও পড়ুন: সন্দীপের নতুন কু.কীর্তি প্রকাশ্যে, ১৪ লক্ষ টাকার সিসিটিভি ক্যামেরা লাগানোই হয়নি!

 

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version