আনন্দপুর কাণ্ড: মায়ের পর এবার খাল থেকে মিলল শিশুপুত্রের দেহ

গতকাল, বুধবার সাতসকালে আনন্দপুরে (Anandpur) অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার হয়। একটি ঝোপের ধার থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ। মৃতার শরীরে মিলেছিল একাধিক আঘাতের চিহ্ন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃতা মহিলা নারকেলডাঙার বাসিন্দা। এবার মিলল তাঁর ৫ বছরের সন্তানের দেহও। আজ, বৃহস্পতিবার সকালে আনন্দপুর খাল থেকেই উদ্ধার হয় ওই শিশুপুত্রের দেহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছুরি দিয়ে গলা কেটে খুন করা হয়েছে। গাড়ির মধ্যে খুন করা হয়েছে। নারকেলডাঙাতে মহিলার দেহ ফেলে দেয়। তিনজলাতে মহিলার একটা বাড়ি আছে। যেটা একজন ট্যাক্সিচালক ভাড়া নেন। মাঝেমধ্যে সেই মহিলা ওই ট্যাক্সিতে করে নারকেলডাঙা বাড়ি থেকে তিলতলাতে যাতায়াত করতেন। মঙ্গলবারও ট্যাক্সিতে যায়। কিন্তু রাত ৮.৩০ পর্যন্ত ফেরেনি।

বাড়ির লোক খোঁজখবর শুরু করে। নারকেলডাঙার বাড়ি গিয়ে অন্য ভাড়াটেদের থেকে জানতে পারে রাত ৮.৩০ টার সময় ওই ট্যাক্সি করে বেরিয়ে যান। মহিলার বাড়ির লোক জানতে পারে ট্যাক্সিওয়ালা তালতলাতে একটা বাড়ি আছে সেখানে স্ত্রী বাচ্চা থাকে। বাড়ির লোক সন্দেহ হওয়ায় সেখানে যান তারা। আটক হয় ট্যাক্সিচালক। যদিও গতকাল রাতে কিছু বলেনি। আজ সকালে দেহ উদ্ধারের পর স্বীকার করে সমস্ত অভিযোগ। ধৃতের দাবি, সে নেশা করত। দেরি হচ্ছিল বলে মহিলা রাগারাগি করছিল। তখন নেশা করে রাগেই খুন।

তবে মহিলার দেহ উদ্ধারের পর থেকেই খোঁজ মিলছিল না তাঁর ৫ বছরের সন্তানের। অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরও শিশুটির হদিশ পায়নি পুলিশ। তন্নতন্ন করে চলে খোঁজ। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে আনন্দপুর (Anandpur) খাল থেকে উদ্ধার হয় ৫ বছরের শিশুটির দেহ। জানা গেছে মায়ের সঙ্গেই গাড়িতে ছিল সে। পুলিশ জানিয়েছে, গাড়ির মধ্যেই খুন করা হয়েছে মহিলা ও তাঁর সন্তানকে।

আরও পড়ুন: রামকৃষ্ণ মঠ ও মিশনের এডুকেশন হাব গড়তে মন্দারমণিতে ১৫ একর জমি দেবে রাজ্য