Thursday, August 21, 2025

ওবিসি সার্টিফিকেট বাতিল ইস্যুতে ‘ধীরে চলো’ নীতি! সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি রাজ্যের 

Date:

ওবিসি সার্টিফিকেট. (OBC Certificate) নিয়ে রাজ্যের দায়ের করা মামলায় এখনই কোনো সিদ্ধান্ত নিল না সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। ২০১০ সালের মে মাসের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। হাই কোর্টের সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য।

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানান। তবে এদিন শীর্ষ আদালত হাইকোর্টের রায়ে স্থগিতদেশ না দিলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৭ অগাস্ট মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, এর আগে গত ৫ অগাস্ট এই মামলার শুনানিতেই রাজ্যকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট।

বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় আসার পর ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। তবে আচমকা বিজেপি তথা বিরোধীদের লাগাতার কুৎসা ও মিথ্যাচারে ২০১১ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে কলকাতা হাইকোর্ট। যার জেরে এক ধাক্কায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়। এরপরই হাইকোর্টের রায়ের বিরোধীতা করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version