Saturday, July 5, 2025

আরজি করের ঘটনা নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে শেষ কথা বলার সময় আসেনি। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। সিবিআই তাদের বক্তব্য রেখেছে, রাজ্য সরকারের আইনজীবী তার বক্তব্য রেখেছেন। সুপ্রিম কোর্টও স্পষ্ট জানিয়েছে যে কর্মবিরতি ছেড়ে চিকিৎসকরা কাজে যোগ দিন। এই ঘটনা নিয়ে যাতে কোনও রাজনীতি না করা হয়, সেদিকেও নজর দেওয়া নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনে যেমন বল প্রয়োগ করা যায় না তেমনি সেই আন্দোলনটা প্রোটোকল মেনে করা উচিত। সুপ্রিম কোর্ট সিবিআইকে স্পষ্ট বলেছে যে আমাদের কাছে রিপোর্ট আছে সোশ্যাল মিডিয়ায় যা রটছে সেগুলো আপনারা আদালতে বলার চেষ্টা করছেন, এটা বন্ধ করতে হবে।

কুণালের সাফ কথা, এখনও পর্যন্ত সিবিআই একজনকেও গ্রেফতার করতে পারেনি। একজন মাত্র গ্রেফতার হয়েছে, তাও তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সিবিআই নিজেদের ব্যর্থতা ঢাকতে নানান কথা বলছে। আদালতে বিকৃত তথ্যের মাধ্যমে সিবিআই সেটা জনমানসে ছড়াতে চাইছে, বিভ্রান্ত করতে চাইছে। গ্রেফতার করার ক্ষমতা সিবিআইয়ের হাতে।তদন্ত করছে সিবিআই। সব চরিত্রগুলো সিবিআইয়ের সামনে। তাহলে তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে কেন? সিবিআই যথেষ্ট সময় পেয়েছে, সমস্ত চরিত্রগুলোকে কাছে পেয়েও কোনও সুরাহা করতে পারেনি।ধীর গতিতে তদন্ত চলছে। এখন জল ঘোলা করার জন্য নানান কথা বলছে।আসলে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।

 

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version