Sunday, November 16, 2025

এবার কেন্দ্রের বঞ্চনার জেরে রাজ্যে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা আধুনিকীকরণ প্রকল্পে জটিলতা

Date:

একশ দিনের কাজ, আবাস যোজনার পর এবার কেন্দ্রের বঞ্চনার জেরে রাজ্যে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা আধুনিকীকরণ সংক্রান্ত প্রকল্পের রূপায়নে জটিলতা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার ওই খাতে বরাদ্দ না দেওয়ায় রাজ্যে বিদ্যুতের স্মার্ট মিটার কাজের অগ্রগতিও ব্যাহত হচ্ছে বলে বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে। বিদ্যুৎ বণ্টন ক্ষেত্রে কারিগরি ও বাণিজ্যিক ক্ষতি কমানো এবং বণ্টন ব্যবস্থার আধুনিকীকরণের কাজ,বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন তৈরির কাজ নিয়েও জটিলতা তৈরি হচ্ছে। জানা গেছে রাজ্যে ‘পিএম সূর্য ঘর’ প্রকল্প কার্যকর না করলে বিদ্যুৎ ক্ষেত্রে আধুনিকরণে গৃহীত প্রকল্পে বরাদ্দ দেওয়া হবে না বলে কেন্দ্রের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে। এর কড়া প্রতিবাদ করে রাজ্য জানিয়েছে, তিন বছর আগে ওই প্রকল্প চালু হওয়ার সময়ে এ রকম কোনও পূর্ব শর্ত ছিল না।মাঝপথে এই শর্ত চাপিয়ে দেওয়া কিছুতেই মানা হবে না বলে কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য বিদ্যুৎ বণ্টন ব্যবস্থায় ক্ষতি কমানো, স্মার্ট মিটার বসানো ও আধুনিকীকরণের জন্য ২০২১ সালের জুলাইতে কেন্দ্রীয় সরকার আরডিএসএস প্রকল্প নিয়ে আসে। এর আওতায় পাঁচ বছরের জন্য রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা মোট ১১,৮৯৫ কোটি টাকার প্রকল্প তৈরি করে। তার মধ্যে প্রথম পর্যায়ে ৪,১০০ কোটি টাকার মতো প্রকল্প অনুমোদিত হয়েছে।যার ৬০% বা ২,৪০০ কোটি টাকার সামান্য বেশি কেন্দ্রের দেওয়ার কথা। রাজ্য সরকার ও বণ্টন সংস্থা দেবে যথাক্রমে ২৫% ও ১৫% অর্থ।তার মধ্যে কেন্দ্র এখনও পর্যন্ত দিয়েছে ৪০০ কোটি টাকা। চলতি মাসেই দিল্লি থেকে চিঠি এসেছে, রাজ্যে পিএম সূর্য ঘর প্রকল্প কার্যকর করার চুক্তি না করলে তারা আর কোনও টাকা দেবেনা।

 

Related articles

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...
Exit mobile version