Monday, November 3, 2025

‘জনবিরোধী’ ওয়াকফ সংশোধনী বিলকে ছাড়পত্র নয়! JPC-র বৈঠকে মোদি সরকারকে তোপ বিরোধীদের 

Date:

Share post:

বিলের খোলনলচে না বদল করলে দেশের সংবিধান এবং সংখ্যালঘুদের স্বার্থ বিরোধী ওয়াকফ সংশোধনী বিলকে (Waqf Amendment Bill) কোনওভাবেই ছাড়পত্র দেওয়া হবে না- যৌথ সংসদীয় কমিটির (JPC) প্রথম বৈঠকে স্পষ্টভাবে জানালেন বিরোধী সাংসদরা৷ বৃহস্পতিবার দিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল পর্যালোচনার জন্য বৈঠকে বসেছিল যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি৷ সূত্রের খবর, এদিনের বৈঠকেই সরকারপক্ষের সাংসদদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বিরোধী সাংসদরা৷ তবে বিরোধী সাংসদদের লাগাতার প্রশ্নবাণের মুখে পড়েই একসময় মুখ বন্ধ হয়ে যায় সরকারপক্ষের সাংসদদের৷ পাশাপাশি বৈঠকে উপস্থিত সংখ্যালঘু মন্ত্রকের উচ্চপদস্থ আমলাদেরও কথা বন্ধ হয়ে যায় বলে খবর৷

তৃণমূল কংগ্রেসের তরফে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। বৃহষ্পতিবার নয়াদিল্লিতে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক ছিল। সূত্রের খবর, এদিন বৈঠকের শুরুতেই ওয়াকফ সংশোধনী বিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা৷ সংখ্যালঘুদের অধিকার খর্ব করার জন্যই মোদি সরকারের এই জনবিরোধী বিল আনছে বলে সরাসরি অভিযোগ করেন বিরোধী শিবিরের সাংসদরা৷ এই মর্মেই সরকারপক্ষের সাংসদদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় বিরোধী সাংসদদের৷ সূত্রের দাবি, এই সময়েই বিরোধী সাংসদরা প্রশ্ন তোলেন, হিন্দুদের কোনও মন্দির বা দেবোত্তর সম্পত্তির ট্রাস্ট বা পরিচালন সমিতিতে অ-হিন্দু প্রতিনিধিদের রাখার কোনও প্রচলন নেই৷ তাহলে ওয়াকফ বোর্ডে অ-মুসলিমদের রাখার কথা কেন বলছে মোদি সরকারের এই বিল? পাশাপাশি কয়েকশো বছর ধরে চলে আসা ওয়াকফ বোর্ড ও তাদের কোটি কোটি টাকার সম্পত্তি গুলিকে কুক্ষিগত করার জন্যই এই বিল আনতে উঠেপড়ে লেগেছে মোদি সরকার। কিন্তু বিরোধীদের সাফ জবাব, কোনওভাবেই এই বিলকে ছাড়পত্র দেওয়া হবে না।

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে বিরোধীরা মোদি সরকারকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না, সংসদের বাজেট অধিবেশনেই তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন বিরোধী সাংসদরা৷ বিরোধীদের অনড় মনোভাবের কাছে নতিস্বীকার করে বাজেট অধিবেশনে লোকসভায় বিলটি পেশ করেই তা প্রত্যাহার করতে হয় সরকারকে৷ বিলটির সংশোধনের জন্য ইতিমধ্যে তা পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটির কাছে। আগামী ৩০ আগস্ট ফের বৈঠকে বসবে যৌথ সংসদীয় কমিটি৷


spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...