Saturday, December 20, 2025

‘জনবিরোধী’ ওয়াকফ সংশোধনী বিলকে ছাড়পত্র নয়! JPC-র বৈঠকে মোদি সরকারকে তোপ বিরোধীদের 

Date:

Share post:

বিলের খোলনলচে না বদল করলে দেশের সংবিধান এবং সংখ্যালঘুদের স্বার্থ বিরোধী ওয়াকফ সংশোধনী বিলকে (Waqf Amendment Bill) কোনওভাবেই ছাড়পত্র দেওয়া হবে না- যৌথ সংসদীয় কমিটির (JPC) প্রথম বৈঠকে স্পষ্টভাবে জানালেন বিরোধী সাংসদরা৷ বৃহস্পতিবার দিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল পর্যালোচনার জন্য বৈঠকে বসেছিল যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি৷ সূত্রের খবর, এদিনের বৈঠকেই সরকারপক্ষের সাংসদদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বিরোধী সাংসদরা৷ তবে বিরোধী সাংসদদের লাগাতার প্রশ্নবাণের মুখে পড়েই একসময় মুখ বন্ধ হয়ে যায় সরকারপক্ষের সাংসদদের৷ পাশাপাশি বৈঠকে উপস্থিত সংখ্যালঘু মন্ত্রকের উচ্চপদস্থ আমলাদেরও কথা বন্ধ হয়ে যায় বলে খবর৷

তৃণমূল কংগ্রেসের তরফে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। বৃহষ্পতিবার নয়াদিল্লিতে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক ছিল। সূত্রের খবর, এদিন বৈঠকের শুরুতেই ওয়াকফ সংশোধনী বিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা৷ সংখ্যালঘুদের অধিকার খর্ব করার জন্যই মোদি সরকারের এই জনবিরোধী বিল আনছে বলে সরাসরি অভিযোগ করেন বিরোধী শিবিরের সাংসদরা৷ এই মর্মেই সরকারপক্ষের সাংসদদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় বিরোধী সাংসদদের৷ সূত্রের দাবি, এই সময়েই বিরোধী সাংসদরা প্রশ্ন তোলেন, হিন্দুদের কোনও মন্দির বা দেবোত্তর সম্পত্তির ট্রাস্ট বা পরিচালন সমিতিতে অ-হিন্দু প্রতিনিধিদের রাখার কোনও প্রচলন নেই৷ তাহলে ওয়াকফ বোর্ডে অ-মুসলিমদের রাখার কথা কেন বলছে মোদি সরকারের এই বিল? পাশাপাশি কয়েকশো বছর ধরে চলে আসা ওয়াকফ বোর্ড ও তাদের কোটি কোটি টাকার সম্পত্তি গুলিকে কুক্ষিগত করার জন্যই এই বিল আনতে উঠেপড়ে লেগেছে মোদি সরকার। কিন্তু বিরোধীদের সাফ জবাব, কোনওভাবেই এই বিলকে ছাড়পত্র দেওয়া হবে না।

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে বিরোধীরা মোদি সরকারকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না, সংসদের বাজেট অধিবেশনেই তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন বিরোধী সাংসদরা৷ বিরোধীদের অনড় মনোভাবের কাছে নতিস্বীকার করে বাজেট অধিবেশনে লোকসভায় বিলটি পেশ করেই তা প্রত্যাহার করতে হয় সরকারকে৷ বিলটির সংশোধনের জন্য ইতিমধ্যে তা পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটির কাছে। আগামী ৩০ আগস্ট ফের বৈঠকে বসবে যৌথ সংসদীয় কমিটি৷


spot_img

Related articles

বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় মোদি, ‘ড্যামেজ কন্ট্রোলে’ দুপুরে সভা তাহেরপুরে!

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) কথা মাথায় রেখে বঙ্গে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের ডেলি প্যাসেঞ্জারি শুরু। বিজেপি নেতা...

রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, ব্যাহত উত্তর-পূর্বের ট্রেন চলাচল

ট্রেনের ধাক্কায় আট হাতির মর্মান্তিক মৃত্যু (Elephant deaths in train accident))! ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে অসমের হোজাই জেলায়।...

তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত ৩, ঘটনাস্থলে রেলের আধিকারিকরা 

শনির সকালে ট্রেন দুর্ঘটনার খবর নদিয়ার তাহেরপুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু...

শ্যুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতাল, দ্বিতীয়বার পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতী

কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে নতুন মানুষের আগমন। ‘লাফটার শেফস’ নামের এক টেলিভিশন শোয়ের শ্যুটিং করতে...