Saturday, November 8, 2025

‘জনবিরোধী’ ওয়াকফ সংশোধনী বিলকে ছাড়পত্র নয়! JPC-র বৈঠকে মোদি সরকারকে তোপ বিরোধীদের 

Date:

বিলের খোলনলচে না বদল করলে দেশের সংবিধান এবং সংখ্যালঘুদের স্বার্থ বিরোধী ওয়াকফ সংশোধনী বিলকে (Waqf Amendment Bill) কোনওভাবেই ছাড়পত্র দেওয়া হবে না- যৌথ সংসদীয় কমিটির (JPC) প্রথম বৈঠকে স্পষ্টভাবে জানালেন বিরোধী সাংসদরা৷ বৃহস্পতিবার দিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল পর্যালোচনার জন্য বৈঠকে বসেছিল যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি৷ সূত্রের খবর, এদিনের বৈঠকেই সরকারপক্ষের সাংসদদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বিরোধী সাংসদরা৷ তবে বিরোধী সাংসদদের লাগাতার প্রশ্নবাণের মুখে পড়েই একসময় মুখ বন্ধ হয়ে যায় সরকারপক্ষের সাংসদদের৷ পাশাপাশি বৈঠকে উপস্থিত সংখ্যালঘু মন্ত্রকের উচ্চপদস্থ আমলাদেরও কথা বন্ধ হয়ে যায় বলে খবর৷

তৃণমূল কংগ্রেসের তরফে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। বৃহষ্পতিবার নয়াদিল্লিতে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক ছিল। সূত্রের খবর, এদিন বৈঠকের শুরুতেই ওয়াকফ সংশোধনী বিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা৷ সংখ্যালঘুদের অধিকার খর্ব করার জন্যই মোদি সরকারের এই জনবিরোধী বিল আনছে বলে সরাসরি অভিযোগ করেন বিরোধী শিবিরের সাংসদরা৷ এই মর্মেই সরকারপক্ষের সাংসদদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় বিরোধী সাংসদদের৷ সূত্রের দাবি, এই সময়েই বিরোধী সাংসদরা প্রশ্ন তোলেন, হিন্দুদের কোনও মন্দির বা দেবোত্তর সম্পত্তির ট্রাস্ট বা পরিচালন সমিতিতে অ-হিন্দু প্রতিনিধিদের রাখার কোনও প্রচলন নেই৷ তাহলে ওয়াকফ বোর্ডে অ-মুসলিমদের রাখার কথা কেন বলছে মোদি সরকারের এই বিল? পাশাপাশি কয়েকশো বছর ধরে চলে আসা ওয়াকফ বোর্ড ও তাদের কোটি কোটি টাকার সম্পত্তি গুলিকে কুক্ষিগত করার জন্যই এই বিল আনতে উঠেপড়ে লেগেছে মোদি সরকার। কিন্তু বিরোধীদের সাফ জবাব, কোনওভাবেই এই বিলকে ছাড়পত্র দেওয়া হবে না।

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে বিরোধীরা মোদি সরকারকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না, সংসদের বাজেট অধিবেশনেই তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন বিরোধী সাংসদরা৷ বিরোধীদের অনড় মনোভাবের কাছে নতিস্বীকার করে বাজেট অধিবেশনে লোকসভায় বিলটি পেশ করেই তা প্রত্যাহার করতে হয় সরকারকে৷ বিলটির সংশোধনের জন্য ইতিমধ্যে তা পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটির কাছে। আগামী ৩০ আগস্ট ফের বৈঠকে বসবে যৌথ সংসদীয় কমিটি৷


Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...
Exit mobile version