বিলের খোলনলচে না বদল করলে দেশের সংবিধান এবং সংখ্যালঘুদের স্বার্থ বিরোধী ওয়াকফ সংশোধনী বিলকে (Waqf Amendment Bill) কোনওভাবেই ছাড়পত্র দেওয়া হবে না- যৌথ সংসদীয় কমিটির (JPC) প্রথম বৈঠকে স্পষ্টভাবে জানালেন বিরোধী সাংসদরা৷ বৃহস্পতিবার দিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল পর্যালোচনার জন্য বৈঠকে বসেছিল যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি৷ সূত্রের খবর, এদিনের বৈঠকেই সরকারপক্ষের সাংসদদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বিরোধী সাংসদরা৷ তবে বিরোধী সাংসদদের লাগাতার প্রশ্নবাণের মুখে পড়েই একসময় মুখ বন্ধ হয়ে যায় সরকারপক্ষের সাংসদদের৷ পাশাপাশি বৈঠকে উপস্থিত সংখ্যালঘু মন্ত্রকের উচ্চপদস্থ আমলাদেরও কথা বন্ধ হয়ে যায় বলে খবর৷
ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে বিরোধীরা মোদি সরকারকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না, সংসদের বাজেট অধিবেশনেই তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন বিরোধী সাংসদরা৷ বিরোধীদের অনড় মনোভাবের কাছে নতিস্বীকার করে বাজেট অধিবেশনে লোকসভায় বিলটি পেশ করেই তা প্রত্যাহার করতে হয় সরকারকে৷ বিলটির সংশোধনের জন্য ইতিমধ্যে তা পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটির কাছে। আগামী ৩০ আগস্ট ফের বৈঠকে বসবে যৌথ সংসদীয় কমিটি৷
