Saturday, November 8, 2025

বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক যুবতীর। মৃতের নাম শিবালিকা সিং (২৫), চেতলার বাসিন্দা। দিল্লির ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় শেক্সপিয়ার সরণি থানা এলাকায় রাসেল স্ট্রিটের এক বাণিজ্যিক ভবন থেকে ঝাঁপ দেন ওই যুবতী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ১০০ ডায়ালে একটি ফোন আসে। বলা হয়, ৫/২ রাসেল স্ট্রিটের বহুতলের দশতলা থেকে শিবালিকা সিং নামে এক যুবতী ঝাঁপ দিয়েছেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তাক্ত যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে ইভিনিং ওয়াকে যাচ্ছেন বলে বেরিয়ে ছিলেন। এরপর ওই বহুতলের দশ তলায় যান তিনি। আচমকাই একটা বিকট শব্দ শুনতে পান ওই বহুতলের নিরাপত্তায় থাকা গার্ড। বেরিয়ে এসে দেখেন বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় উপুর হয়ে পড়ে রয়েছেন এক তরুণী। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে বহুতলের দশ তলায় পৌঁছে দেখেন ব্যালকনির কাঁচ ভাঙা। সেই সঙ্গে একটি ব্যাগ ও একটি ফোন উদ্ধার হয়। যা ওই তরুণীর বলেই দাবি পুলিশের।

উল্লেখ্য, ৫/২ রাসেল স্ট্রিট মূলত অফিস পাড়া। ওই বহুতলেও একাধিক অফিস রয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষী। যুবতীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। আত্মহত্যা নাকি খুন? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই ভবনে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।

 

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...
Exit mobile version