Sunday, November 9, 2025

ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়েও খুশি নীরজ, কী বললেন তিনি?

Date:

প্যারিস অলিম্পিক্সের পর লুসান ডায়মন্ড লিগ। আবারও দ্বিতীয় হয়ে রুপোতে সন্তুষ্ট থাকতে হলো নীরজ চোপড়াকে। প্যারিস অলিম্পিক্সের থেকেও বেশি দূরে জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ। কিন্তু লুসানে ডায়মন্ড লিগে তা-ও চ্যাম্পিয়ন হওয়া হল না তাঁর। দ্বিতীয় হয়েই থাকতে হল ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারকে। যদিও তাতে যদিও দুঃখ নেই নীরজের। ৮৯.৪৯ মিটার ছুড়েই খুশি তিনি।

নীরজ বলেন, “ শুরুটা ভাল হয়নি আমার। বিশেষ করে শেষ থ্রোয়ে কেরিয়ারের দ্বিতীয় সেরা পারফরম্যান্স করতে পেরে আমি খুশি। শুরুটা কঠিন ছিল, কিন্তু আমি ফিরে আসতে পেরেছি। এই লড়াইটা উপভোগ করলাম। প্রথম দিকে আমার থ্রোগুলো ৮০ থেকে ৮৩ মিটারের মধ্যে ছিল। শেষ দুটো সুযোগে আমি নিজেকে আরও কিছুটা ছাপিয়ে যাওয়ার চেষ্টা করি। এটাই গুরুত্বপূর্ণ। মানসিক ভাবে নিজেকে শক্তিশালী রাখতে হবে। লড়াই করার মানসিকতাটা থাকতে হবে।”

ডায়মন্ড লিগে প্রথম থ্রোতে নীরজ ছোঁড়েন ৮২.১০ মিটার। দ্বিতীয় থ্রো করেন ৮৩.২১ মিটার। তৃতীয় ও চতুর্থ থ্রোয়েও হতাশ করেন নীরজ। ছোঁড়েন যথাক্রমে ৮৩.১৩ মিটার ও ৮২.৩৪ মিটার। ফলে চতুর্থ স্থানে নেমে গিয়েছিলেন তিনি। তবে পঞ্চম থ্রোয়ে ৮৫.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে একলাফে প্রথম তিন ঢুকে পড়েন নীরজ। শেষ থ্রোয়ে ওয়েবারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসেন নীরজ।

আরও পড়ুন- ফের রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল, ডুরান্ড কোয়ার্টারে রিফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ লাল-হলুদের

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version