আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার পরে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তভারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শুক্রবার, রাজ্যের তরফে গঠন করা সিট (SIT)-এর তদন্তের বিষয়টি খারিজ করে দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তাঁর নির্দেশ, শনিবার সকাল সাড়ে ১০টার মধ্যে সিট তাদের হাতে থাকা নথি সিবিআইকে হস্তান্তর করবে। তিন সপ্তাহ পরে তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতের কাছে জমা দিতে হবে CBI-কে।
দীর্ঘদিন ধরে চলা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতে সোমবার সিট গঠনের নির্দেশ দেয় নবান্ন। তদন্তকারী দলের নেতৃত্বে আইপিএস প্রণব কুমার। তাঁর সহকারী হিসাবে কাজ করবেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজ়া, রাজ্য সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। সিট গঠনের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। কিন্তু এদিন সেই নির্দেশ খারিজ করে দেয় উচ্চ আদালত (Calcutta High Court)।