প্রতারণার অভিযোগ! অনিল আম্বানিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা SEBI-র

বড়সড় প্রতারণার অভিযোগ! এবার অনিল আম্বানিকে (Anil Ambani) ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল সেবি (SEBI)। পাশাপাশি তাঁকে ২৫ কোটি টাকা জরিমানাও (Fine) করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া।

সেবি জানিয়েছে, অনিল আম্বানি-সহ রিলায়েন্স হোম ফাইনান্সের একাধিক শীর্ষ কর্তা এবং অন্য ২৪ সংস্থাকে সরকারি নিয়ম না মেনে প্রতারণার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রিলায়েন্স হোম ফাইনান্সের প্রাক্তন কর্তা আগামী ৫ বছর সিকিউরিটিজ মার্কেটের সঙ্গে কোনওভাবে যুক্ত থাকতে পারবেন না। একইসঙ্গে সেবির তালিকাভুক্ত কোনও পাবলিক কোম্পানির কোনও পদে থাকতে পারবেন না তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে অনিল-সহ মোট ৩ জনের বিরুদ্ধে বেআইনিভাবে রিল্যায়েন্স হোম ফিনান্স সংস্থার তহবিল থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এরপরই তাদের উপর জারি হয় নিষেধাজ্ঞা।

Previous articleমণিপুরে মুখ ফেরানো মোদি ইউক্রেনে, জেলেনস্কিকে শুধুই দুঃখ সহ্য করার সাহস
Next articleসোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা রাহুলের, বললেন সঙ্গে থাকতে