Monday, November 3, 2025

জন্মাষ্টমীর (Janmasthami) দিন কলকাতায় (Kolkata) মেট্রো কম চলবে। মেট্রো রেল (Metro Rail) সূত্রে খবর, আগামী সোমবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ২৮৮ টির বদলে চলবে ২৩৪টি মেট্রো। অন্যদিকে, ১০৬-র বদলে ৯০টি মেট্রো পরিষেবা চালু থাকবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে। পাশাপাশি ১৩০ টির বদলে ১২২টি মেট্রো চালানো হবে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড রুটে। তবে ছুটির দিনে পরিষেবা কমলেও প্রতিদিনের নির্ধারিত সময় সূচি মেনেই এই তিন রুটে মেট্রো চলাচল করবে বলে সাফ জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

ওইদিন দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শাখায় সকাল ৬টা ৫০ মিনিট থেকেই চালু হবে প্রথম মেট্রো। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা অন্যান্য দিনের মতো সকাল ৭টায় শুরু হবে। অন্যদিকে শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রেও সময়সূচিতে কোনও বদল করা হয়নি। অন্যান্য দিনের মতো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শাখায় রাত ৯টা ২৮ মিনিট এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে রাত সাড়ে ৯টায় পাওয়া যাবে শেষ পরিষেবা।

অন্যদিকে, জোকা থেকে মাঝেরহাট এবং কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো করিডোরে স্বাভাবিক থাকবে পরিষেবা।

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version