পুলিশের গাড়িতে আততায়ী হামলা, নিহত ১১ আধিকারিক!

পাকিস্তানের পাঞ্জাব (Punjab, Pakistan) প্রদেশের মচকা এলাকায় তল্লাশি অভিযানে বেরিয়ে আততায়ী হামলায় ১১ জন পুলিশ আধিকারিকের মৃত্যুর খবর মিলেছে। পুলিশ কনভয়ে পরিকল্পিতভাবেই রকেট ছোড়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। প্রায় ৭ জন পুলিশ আধিকারিক গুরুতর জখম হয়েছেন বলে খবর মিলেছে। এই ঘটনার নেপথ্যে স্থানীয় দুষ্কৃতীদলের হাত দেখছে প্রশাসন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার ঘটনার নিন্দা করার পাশাপাশি ওই এলাকায় দুষ্কৃতীদের দমনে দ্রুত এবং কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যায় কনভয়ে থাকা দুটি পুলিশ ভ্যান কাদায় আটকে যায়। সেই সময় অতর্কিতে রকেট হামলা হয়। হামলার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যান আততায়ীরা। তড়িঘড়ি আহত পুলিশ আধিকারিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।পাকিস্তানের (Pakistan) পূর্ব পাঞ্জাব এবং দক্ষিণ সিন্ধ অঞ্চলে দুষ্কৃতীদলের বাড়বাড়ন্ত সে দেশের প্রশাসনের কাছে দীর্ঘ দিন ধরেই মাথাব্যথার কারণ। বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে অপহরণ করা হয়েছে বলে খবর। দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম।