Monday, November 10, 2025

ফের রুপো জয় নীরজের, ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে তিনি

Date:

ফের রুপো জয় নীরজ চোপড়া। প্যারিসের পর এবার লুসান। আরও একবার দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় অ্যাথলিটকে। বৃহস্পতিবার লুসানে আয়োজিত ডায়মন্ড লিগের পর্বে ৮৯.৪৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েও দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ। প্যারিসে সোনাজয়ী পাকিস্তানের আর্শাদ নাদিম লুসানে ছিলেন না। তবে নীরজকে এবার টেক্কা দিলেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। যিনি প্যারিসে ব্রোঞ্জ পেয়েছিলেন। তিনি ৯০.৬১ মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম স্থানে শেষ করলেন পিটার্স। নীরজের দুর্ভাগ্য, মরশুমের সেরা থ্রো করেও সেরা হতে পারলেন না।অপরদিকে ৮৭.০৮ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় হলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

অলিম্পিক্স শেষ হলেও দেশে ফেরেননি নীরজ। প্যারিস থেকে সোজা চলে গিয়েছিলেন সুইজারল্যান্ডে। লুসান ডায়মন্ড লিগের প্রস্তুতি নেওয়ার জন্য। প্রথম থ্রো নীরজ ছোঁড়েন ৮২.১০ মিটার। দ্বিতীয় থ্রো করেন ৮৩.২১ মিটার। তৃতীয় ও চতুর্থ থ্রোয়েও হতাশ করেন নীরজ। ছোঁড়েন যথাক্রমে ৮৩.১৩ মিটার ও ৮২.৩৪ মিটার। ফলে চতুর্থ স্থানে নেমে গিয়েছিলেন তিনি। তবে পঞ্চম থ্রোয়ে ৮৫.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে একলাফে প্রথম তিন ঢুকে পড়েন নীরজ। শেষ থ্রোয়ে ওয়েবারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসেন নীরজ।

কুঁচকির চোট নিয়েই অলিম্পিক্সে গিয়েছিলেন নীরজ। তিনি যে পুরোপুরি ফিট নন, সেটা এই প্রতিযোগিতায়ও বারবার ধরা পড়েছে। শোনা যাচ্ছে জার্মানিতে চোটের চিকিৎসা করাতে যাবেন দু’বারের অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় তারকা। হয়তো অস্ত্রোপচারও করাতে হতে পারে।

আরও পড়ুন- ব্রিজভূষণের বিরুদ্ধে সাক্ষী দিতে যাওয়া মহিলা কুস্তিগিরদের ওপর দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তা, অভিযোগ বিনেশের


Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version