Wednesday, November 12, 2025

ফের রুপো জয় নীরজের, ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে তিনি

Date:

ফের রুপো জয় নীরজ চোপড়া। প্যারিসের পর এবার লুসান। আরও একবার দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় অ্যাথলিটকে। বৃহস্পতিবার লুসানে আয়োজিত ডায়মন্ড লিগের পর্বে ৮৯.৪৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েও দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ। প্যারিসে সোনাজয়ী পাকিস্তানের আর্শাদ নাদিম লুসানে ছিলেন না। তবে নীরজকে এবার টেক্কা দিলেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। যিনি প্যারিসে ব্রোঞ্জ পেয়েছিলেন। তিনি ৯০.৬১ মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম স্থানে শেষ করলেন পিটার্স। নীরজের দুর্ভাগ্য, মরশুমের সেরা থ্রো করেও সেরা হতে পারলেন না।অপরদিকে ৮৭.০৮ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় হলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

অলিম্পিক্স শেষ হলেও দেশে ফেরেননি নীরজ। প্যারিস থেকে সোজা চলে গিয়েছিলেন সুইজারল্যান্ডে। লুসান ডায়মন্ড লিগের প্রস্তুতি নেওয়ার জন্য। প্রথম থ্রো নীরজ ছোঁড়েন ৮২.১০ মিটার। দ্বিতীয় থ্রো করেন ৮৩.২১ মিটার। তৃতীয় ও চতুর্থ থ্রোয়েও হতাশ করেন নীরজ। ছোঁড়েন যথাক্রমে ৮৩.১৩ মিটার ও ৮২.৩৪ মিটার। ফলে চতুর্থ স্থানে নেমে গিয়েছিলেন তিনি। তবে পঞ্চম থ্রোয়ে ৮৫.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে একলাফে প্রথম তিন ঢুকে পড়েন নীরজ। শেষ থ্রোয়ে ওয়েবারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসেন নীরজ।

কুঁচকির চোট নিয়েই অলিম্পিক্সে গিয়েছিলেন নীরজ। তিনি যে পুরোপুরি ফিট নন, সেটা এই প্রতিযোগিতায়ও বারবার ধরা পড়েছে। শোনা যাচ্ছে জার্মানিতে চোটের চিকিৎসা করাতে যাবেন দু’বারের অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় তারকা। হয়তো অস্ত্রোপচারও করাতে হতে পারে।

আরও পড়ুন- ব্রিজভূষণের বিরুদ্ধে সাক্ষী দিতে যাওয়া মহিলা কুস্তিগিরদের ওপর দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তা, অভিযোগ বিনেশের


Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version