Saturday, November 8, 2025

সোশ্যাল মিডিয়ায় মিমিকে ধর্ষণের হুমকি, পদক্ষেপ পুলিশের সাইবার ক্রাইম শাখায়

Date:

আর জি কর কাণ্ডের প্রতিবাদে গর ১৪ আগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। পথে নেমেছিলেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তারপরই সোশ্যাল মিডিয়ায় সরাসরি হুমকির মুখে পড়তে হয় মিমিকে। এক্স হ্যান্ডলে সেই হুমকির স্ক্রিনশট তুলে ধরেন অভিনেত্রী। পাশাপাশি পোস্টটি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে ট্যাগ করেন তিনি।

ঠিক কী ঘটেছিল? আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামার পর মিমিকে হুমকি দিয়ে লেখা হয়, “আজ এই কাণ্ড যদি মিমির (Mimi Chakraborty) সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।” অন্য একজন লেখেন, “ধর্ষণটা মিমির সঙ্গে হলে ভাল হত।” এমন পোস্ট চোখে পড়তেই দেরি না করে মিমি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান।

বিষয়টি নিয়ে মিমি এক্স হ্যান্ডেলে লেখেন, “সাইবার ক্রাইম বিভাগ আমাকে সাহায্যে করেছে। এ বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে। ওই সকল অ্যাকাউন্টগুলো চিরতরের জন্য ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। পুলিশ চেষ্টা করছে দুজন প্রধান অভিযুক্তদের খুঁজে বের করার। কারণ, তারা সব কমেন্ট মুছে আপাতত ইনকগনিটো মোডে চলে গেছে।”

এর আগে ধর্ষণের হুমকির স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, “আমরা কী এই কারণে লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন ডালভাত হয়ে গেছে। এরাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা?” অভিনেত্রীর অভিযোগ পাওয়ার পর পদক্ষেপ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:আর জি করের আন্দোলনে হেঁটেছিলেন, ডাক্তারদের কর্মবিরতির মুমূর্ষু বাবার চিকিৎসা থমকে!

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version