Thursday, August 21, 2025

আর জি কর (R G Kar) কাণ্ডে সরব হয়ে আগেই পথে নামার কথা শোনা গিয়েছিল তাঁর গলায়। গত ১৭ অগাস্ট সাফ জানিয়েছিলেন আগামী ৭ দিনের মধ্যে কিছু না হলে রাস্তায় নামবেন। তাঁর এমন মন্তব্যের পর আন্দোলনের ঝাঁঝ আরও বেড়েছে। কিন্তু আর জি কর কাণ্ড নিয়ে ইতিমধ্যে বহু ভুয়ো খবর ভাইরাল (Viral)। যা নিমেষে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। যার বড়সড় প্রভাব পড়ছে রাজ্যবাসীর মনে। এমন আবহেই সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের (Arijit Singh) নতুন পেজ ‘আত্মজোয়ারজলজ’ (Atmojoarjalojo) থেকে পোস্ট হওয়া একটি অডিও ক্লিপকে (Audio Clip) কেন্দ্র করে নয়া রহস্য দানা বাঁধতে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত ওই ভাইরাল অডিও ক্লিপটি অরিজিৎ সিংয়ের কি না তা জানা যায়নি।

ঠিক কি ঘটেছে?

তবে ‘আত্মজোয়ারজলজ’ নামে অ্যাকাউন্টটি নিয়ে আগে বিতর্ক থাকলেও পরে ধীরে ধীরে পরিষ্কার হয় সেটি গায়ক অরিজিতেরই। ইতিমধ্যে ওই অ্যাকাউন্টের বিভিন্ন পোস্টে সঙ্গীত জগতের পাশাপাশি অভিনয় জগতের বহু কলাকুশলীরাও নিজেদের মতামত দিয়েছেন। তবে সম্প্রতি ‘আত্মজোয়ারজলজ’ নামে ওই অ্যাকাউন্টে সম্প্রতি এক পুরুষ কন্ঠ ভাইরাল হয়েছে। সেই অডিও বার্তায় শোনা যাচ্ছে, “আমি এখন কিছু বলছি না, শুধু সেট আপ করছি। কিছু বলার আগে আমাকেও বিষয়টি জানতে হবে। আমি কী বলব? আমরা জানি শব্দটাও খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি কর্মটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ শব্দ অর্থহীন হলে কাজের উদ্দেশ্যপূরণ কোনওভাবেই সম্ভব নয়”। আর পেজে অডিও বার্তা ছড়িয়ে পড়তেই রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। পাশাপাশি ওই মন্তব্য সঙ্গীতশিল্পীর কী না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অরিজিৎ সিং গ্রুপের কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি অ্যাকাউন্টটি অরিজিতের কী না সেবিষয়েও নিশ্চিত করে কিছুই  জানা যায়নি।, তবে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যে বিতর্কের কারণে ওই ভিডিওটি পেজ থেকে ডিলিট করে দেওয়া হয়েছে বলে খবর।

 

বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে আর জি কর মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তারপরই এমন পোস্ট ঘিরে রীতিমতো জল্পনা ছড়িয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version