Tuesday, November 4, 2025

যৌন কেলেঙ্কারির দায়ে বড় বিপাকে বাবা-ছেলে! আদালতে চার্জশিট পেশ SIT-র

Date:

অসংখ্য মহিলাকে ধর্ষণ, যৌন হেনস্থা, নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে আগেই মুখ পুড়েছে কর্নাটকের (Karnataka) প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna)। লোকসভা নির্বাচনের আবহে প্রজ্জ্বলের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। এবার কর্নাটকের প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল ও তাঁর প্রাক্তন বিধায়ক বাবা এইচডি রেভান্নার (HD Revanna) বিরুদ্ধে চার্জশিট (Chargesheet) জমা দিল কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)।

চার্জশিটে উল্লেখ, ৪৭ বছর বয়সী বাড়ির এক প্রাক্তন পরিচারিকাকে ধর্ষণের ঘটনায় প্রত্যক্ষ যোগ রয়েছে প্রজ্জ্বলের। পুলিশ সূত্রে খবর, ওই পরিচারিকার মেয়েকেও যৌন হেনস্থার অভিযোগ রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি তথা হাসানের প্রাক্তন এমপি, বর্তমানে দল থেকে বহিষ্কৃত প্রজ্জ্বলের বিরুদ্ধে। পাশাপাশি যৌন কার্যকলাপের ভিডিও নিজের ফোনে তুলে রাখা এবং পরে মোবাইল থেকে সেই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে চার্জ গঠন করেছে সিট। পাশাপাশি তাঁর বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগে চার্জ গঠন করেছে কর্নাটক পুলিশ। সূত্রের খবর, যৌন হেনস্থা মামলায় এই প্রথম চার্জশিট পেশ করল সিট। ইতিমধ্যে আদালতে সিট ২১৪৪ পাতার একটি চার্জশিট জমা দিয়েছে। যাতে প্রায় ১৫০ জনের সই রয়েছে।

গত এপ্রিলে লোকসভা ভোটের মুখে এই যৌন কেলেঙ্কারির ঘটনায় গোটা তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। কর্নাটক জুড়ে শুরু হয় লাগাতার বিক্ষোভ। এরপরই গত ২৬ এপ্রিল জার্মানিতে পালিয়ে যান প্রজ্জ্বল। ৩১ মে ভারতে ফেরা মাত্রই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে প্রজ্জ্বল বেঙ্গালুরুর একটি জেল হেফাজতে বন্দি। অন্যদিকে প্রজ্জ্বলের বাবা প্রাক্তন জিডিএস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর দাদা এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিট। তাঁর বিরুদ্ধেও বাড়ির পরিচারিকাদের একাধিকবার যৌন হেনস্থার অভিযোগ সামনে এসেছে।


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version