Monday, November 10, 2025

যৌন কেলেঙ্কারির দায়ে বড় বিপাকে বাবা-ছেলে! আদালতে চার্জশিট পেশ SIT-র

Date:

অসংখ্য মহিলাকে ধর্ষণ, যৌন হেনস্থা, নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে আগেই মুখ পুড়েছে কর্নাটকের (Karnataka) প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna)। লোকসভা নির্বাচনের আবহে প্রজ্জ্বলের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। এবার কর্নাটকের প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল ও তাঁর প্রাক্তন বিধায়ক বাবা এইচডি রেভান্নার (HD Revanna) বিরুদ্ধে চার্জশিট (Chargesheet) জমা দিল কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)।

চার্জশিটে উল্লেখ, ৪৭ বছর বয়সী বাড়ির এক প্রাক্তন পরিচারিকাকে ধর্ষণের ঘটনায় প্রত্যক্ষ যোগ রয়েছে প্রজ্জ্বলের। পুলিশ সূত্রে খবর, ওই পরিচারিকার মেয়েকেও যৌন হেনস্থার অভিযোগ রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি তথা হাসানের প্রাক্তন এমপি, বর্তমানে দল থেকে বহিষ্কৃত প্রজ্জ্বলের বিরুদ্ধে। পাশাপাশি যৌন কার্যকলাপের ভিডিও নিজের ফোনে তুলে রাখা এবং পরে মোবাইল থেকে সেই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে চার্জ গঠন করেছে সিট। পাশাপাশি তাঁর বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগে চার্জ গঠন করেছে কর্নাটক পুলিশ। সূত্রের খবর, যৌন হেনস্থা মামলায় এই প্রথম চার্জশিট পেশ করল সিট। ইতিমধ্যে আদালতে সিট ২১৪৪ পাতার একটি চার্জশিট জমা দিয়েছে। যাতে প্রায় ১৫০ জনের সই রয়েছে।

গত এপ্রিলে লোকসভা ভোটের মুখে এই যৌন কেলেঙ্কারির ঘটনায় গোটা তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। কর্নাটক জুড়ে শুরু হয় লাগাতার বিক্ষোভ। এরপরই গত ২৬ এপ্রিল জার্মানিতে পালিয়ে যান প্রজ্জ্বল। ৩১ মে ভারতে ফেরা মাত্রই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে প্রজ্জ্বল বেঙ্গালুরুর একটি জেল হেফাজতে বন্দি। অন্যদিকে প্রজ্জ্বলের বাবা প্রাক্তন জিডিএস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর দাদা এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিট। তাঁর বিরুদ্ধেও বাড়ির পরিচারিকাদের একাধিকবার যৌন হেনস্থার অভিযোগ সামনে এসেছে।


Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version