প্রতিবাদ মিছিলে কেন স্কুল পড়ুয়ারা? হাওড়ার তিন স্কুলকে শোকজ

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (RG Kar Medical College and Hospital) চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদ মিছিলে স্কুল পড়ুয়ারা কেন? শিশুদের অধিকার লঙ্ঘনের অভিযোগে হাওড়ার বালুহাটি হাইস্কুল (Baluhati High School), বালুহাটি গার্লস হাইস্কুল (Baluhati Girls High School)এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এবার নোটিস পাঠানো হয়েছে। পড়ুয়াদের রীতিমতো ভয় দেখিয়ে মিছিলে হাঁটতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ না জানাতে পারলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে জেলা স্কুল পরিদর্শক।

বিগত কয়েকদিন ধরেই শহর তথা রাজ্য উত্তাল প্রতিবাদ মিছিলে। ইতিমধ্যেই সব সংগঠনের তরফে মিছিল করা হয়েছে। তবে স্কুল পড়ুয়াদের পথে নামার পর থেকেই কড়া পদক্ষেপ শিক্ষা দফতরের। শুক্রবার নবান্নের তরফে সাফ জানানো হয়, রাস্তা অবরোধ হোক বা মিছিল, কোনও রাজনৈতিক দলের নেতৃত্বে বা মদতে হওয়া কোনও কর্মসূচিতে স্কুল পড়ুয়ারা অংশ নিতে পারবে না। এই নিয়ে জেলাশাসকদের আলাদা করে সতর্ক করেন মুখ্যসচিব বি পি গোপালিকা। স্পষ্ট বার্তা দেন, রাস্তা অবরোধ-সহ একাধিক কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের ব্যবহার করা হচ্ছে। এটা বরদাস্ত করা হবে না। স্কুল শিক্ষা কমিশনারের দেওয়া বলা হয় বিজ্ঞপ্তিতে স্কুল ক‌্যাম্পাসে ‘কর্পোরাল পানিশমেন্ট’যে নিষিদ্ধ। পাশাপাশি বলা হয়েছে, স্কুলের শিক্ষক থেকে অশিক্ষক কর্মী কেউই পড়ুয়াদের শারীরিক বা মানসিক নির্যাতন করতে পারবেন না। কিন্তু এরপরও অভিযোগ পড়ুয়াদের জোর করা হয়েছে। তাই শিশুদের লঙ্ঘনের অপরাধে হাওড়ার বালুহাটি হাইস্কুল, বালুহাটি গার্লস হাইস্কুল এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নোটিস পাঠানো হয়েছে।


Previous articleক্রিকেট থেকে বিদায় গব্বরের, সোশ্যাল মিডিয়ায় আবেঘগন বার্তা ভাজ্জি-গৌতি-রায়নাদের
Next articleR G Kar: নৃশংস ধর্ষণ-খুনে স্যোশাল মিডিয়ায় ভুয়ো প্রচার, একনজরে গুজব-বাস্তব