Tuesday, January 13, 2026

বেডরুমে শ্রীলেখাকে ডেকে অশালীন আচরণ! কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি থেকে পদত্যাগ রঞ্জিতের

Date:

Share post:

মহিলা হেনস্থা নিয়ে যখন সরব বাংলা, তখন পথে নেমে প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়া অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)এবার পরিচালক রঞ্জিতের (Ranjith)বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। সিনেমা সংক্রান্ত আলোচনার জন্য নিজের বাড়িতে ডেকে শ্রীলেখাকে অন্ধকার ঘরে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করেছিলেন মালয়ালম সিনেমার পরিচালক, সংবাদমাধ্যমের সূত্রে অভিযোগ প্রকাশ্যে আসতেই কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমির (Kerala Chalachitra Academy)চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন পরিচালক।

আর জি কর কাণ্ডের পর থেকে দেশের সর্বত্র নারী সুরক্ষার দাবিতে সোচ্চার মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই ঠিক তখনই নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন শ্রীলেখা। মহিলাদের রাত দখলের কর্মসূচিতে সক্রিয় ভাবে যোগদান থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তকে তীব্র কটাক্ষ করে বিগত কয়েকদিন ধরে খবরের শিরোনামে অভিনেত্রী। এবার সমাজমাধ্যমে পরিচালকের কাছে নিগৃহীত হওয়ার কথা সমাজমাধ্যমে জানালেন শ্রীলেখা। তাঁর কথায়, মামুতি অভিনীত ‘পালেরি মণিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’ সিনেমায় তাঁর অভিনয় করার কথা ছিল। এর জন্যই অভিনেত্রীকে কোচিতে ডাকা হয়েছিল। সেখানে থাকার ব্যবস্থাও ছিল। বিকেলে সিনেমা সংক্রান্ত আলোচনার জন্য পরিচালকের বাড়িতে তাঁকে ডাকা হয়। অভিনেত্রী সেখানে গেলে ইশারায় শ্রীলেখাকে অন্ধকার বেডরুমে ডেকে তাঁকে অশালীন ভাবে ছোঁয়ার চেষ্টা করেন রঞ্জিত বলেই বিস্ফোরক নায়িকা। এই ঘটনার পরই নাকি ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলেখা। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন রঞ্জিত দাবি করেন চিত্রনাট্যকার শঙ্কর রামাকৃষ্ণণের উপস্থিতিতেই তিনি শ্রীলেখার সঙ্গে কথা বলেছিলেন। চরিত্র না পেয়েই অভিনেত্রীর এমন অভিযোগ বলেই জানান তিনি। কিন্তু পদত্যাগের কারণ খোলসা করেননি।


spot_img

Related articles

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...