Sunday, August 24, 2025

শুক্রবারই পলিগ্রাফ টেস্টে সম্মতি দিয়েছিলেন আর জি কর খুন ও ধর্ষণের মূল অভিযুক্ত সঞ্জয় রায়। রবিবার সেই মতো তার পলিগ্রাফ টেস্ট শেষ করল সিবিআই। প্রায় তিন ঘণ্টা প্রেসিডেন্সি জেলে এই সত্য উদ্ঘাটনের প্রক্রিয়া চালায় সিবিআই। ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন প্রকাশ্যে আসতে পারে ধৃত সঞ্জয়ের থেকে কী তথ্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, চার চিকিৎসকের পাশাপাশি মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করতে তৎপর হয় সিবিআই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া পরই শুক্রবার শিয়ালদা কোর্টে পলিগ্রাফের আবেদন জানায় সিবিআই। আবেদন মঞ্জুর হওয়ায় শনিবার প্রথমেই পলিগ্রাফ টেস্ট হয় সন্দীপ ঘোষের। অন্যদিকে প্রেসিডেন্সি জেলে সঞ্জয়কে পরিগ্রাফ পরীক্ষা করার আগে উপযুক্ত পরিবেশ পর্যবেক্ষণ শনিবারই করে সিবিআই আধিকারিকরা।

রবিবার পরীক্ষা হল সঞ্জয়ের। দুপুরে পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রেসিডেন্সি জেলে যান আধিকারিকরা। প্রায় তিন ঘণ্টা ধরে পরীক্ষার পরে জেল থেকে বেরিয়ে যান তাঁরা। সুপ্রিম কোর্টের মামলার শুনানিতে বৃহস্পতিবারই সিবিআই তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তিনি স্পষ্ট বলেছিলেন সিবিআই তদন্ত দ্রুত না করলে সমাজমাধ্যমে ভুল তথ্য পরিবেশন বন্ধ হবে না। পরবর্তী শুনানির দিন ফের স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে সিবিআই।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version