Thursday, August 28, 2025

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্ব.ন্দ্ব, শুভেন্দুর বক্তব্যে সায় নেই সুকান্তর

Date:

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আগামী ২৭ অগাস্ট পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের নামে বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়েছে।ছাত্রসমাজের নামে ডাকা রাজনৈতিক পতাকা ছাড়া নবান্ন অভিযান নিয়ে বিজেপির মধ্যেই শুরু হয়েছে দ্বন্দ্ব।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাইছেন পতাকা ছাড়া বিজেপির লোকজন ওই অভিযানে অংশ নিক। নিজেও থাকবেন বলে জানিয়েছেন।নিজের অনুগামী বিজেপি কর্মী ও সমর্থকদের ওইদিন পথে নামাতে চাইছেন শুভেন্দু। কিন্তু অন্য সুর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।এভাবে দলীয় পতাকা ছাড়া কোনও মিছিলে পা মেলাতে রাজি নন সুকান্ত।তার বক্তব্য, অরাজনৈতিক মিছিলে রাজনৈতিক লোকেদের একটু দূরে থাকাই উচিত। মিছিলে যাব কি না এখনও ঠিক করিনি।

আরও একধাপ এগিয়ে সুকান্ত শিবিরের বক্তব্য, ওই আন্দোলন বিজেপির নয়। তাই কারও যোগদানের প্রশ্ন নেই। তবে যে কোনও গণতান্ত্রিক আন্দোলনে দলের নৈতিক সমর্থন আছে।শুভেন্দু বিরোধী বিজেপি শিবিরের যুক্তি, আর জি কর ইস্যুতে যা আন্দোলন হবে, দলের ব্যানারে হবে। শুভেন্দু বারবার ‘পতাকাহীন’ আন্দোলনের যে কথা বলছেন, তাতে কার্যত নারাজ বিজেপির একটা বড় অংশ।

অন্যদিকে, শাসকদলের অভিযোগ, পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ব‌্যানারে বিজেপি আসলে অশান্তি পাকানোর ছক কষছে।অভিযোগ, আরজি কর ইস্যুকে সামনে রেখে গত ১৮ অগাস্ট ডার্বি ম‌্যাচে সমর্থক সেজে অ‌্যাসিড বোমা ও ধারালো অস্ত্র নিয়ে ঢুকে স্টেডিয়ামে গণ্ডগোল পাকানোর পরিকল্পনা ছিল একটি মহলের। কিন্তু পুলিশ আগাম খবর পেয়ে যাওয়ায় সেই ছক ভেস্তে দিতে ডার্বি স্থগিত রাখা হয়। আরও বিষয়ে নজর রাখা হচ্ছে. আর তা হল সোশ্যাল মিডিয়ায় প্রচার।বামেদের বিভিন্ন ফেসবুক পেজ থেকে শুরু করে এবিভিপি ও আরএসএসের ছদ্মনামের প্রোফাইল থেকে পোস্ট করা হচ্ছে এই কর্মসূচির।তৃণমূলের অভিযোগ, ২৭ তারিখ পথে নেমে রাম-বাম যৌথভাবে অশান্তি ও হিংসা ছড়ানোর চক্রান্ত করছে।

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version