Thursday, August 28, 2025

আর জি করের ঘটনাকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা তুলতে মাঠে নেমেছে বাম-রাম সহ ছোট ছোট অনেক সংগঠন। প্রতিদিন রাজপথে প্রতিবাদে নামা মানুষ যে শুধুই অরাজনৈতিক নয় বা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট দিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করা হচ্ছে তাও যে বিজেপির মতো আইটি নির্ভর দলের রাজনৈতিক ফায়দা তোলার জন্য, তা তথ্য দিয়ে কিছুদিন আগেই প্রমাণ করে দিয়েছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। এবার সেই সোশ্যাল মিডিয়ার ভুয়ো তথ্যকে পাল্টা দিতে নতুন পন্থা ঘোষণা করে আইটি সেল কর্মীদের নিয়ে বৈঠক করলেন শীর্ষ নেতৃত্ব।

১৪ অগাস্ট রাতে স্বতঃস্ফূর্ত আন্দোলনে বিচারের দাবিতে পথে নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ। আর ঠিক সেই রাত থেকেই সাধারণ মানুষের আন্দোলনকে হাইজ্যাক করেছে বিজেপি। বট ফার্মের সাহায্যে কীভাবে এক একটি তথ্যকে লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে দিয়ে আন্দোলনকে নিজেদের হাতের পুতুল করেছিল বিজেপি কীভাবে, তার তথ্য দিয়েছিলেন সাকেত। তৃণমূলের তরফে প্রকৃত সত্য তুলে ধরাই হবে শাসকদলের চ্যালেঞ্জ, দাবি নেতৃত্বের। তৃণমূল যেভাবে সিবিআই-এর ঘোরাঘুরি নয়, ধর্ষণ-খুনের বিচারের দাবি জানাচ্ছে, সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য শাসকদলের।

রবিবার শহরের একটি হোটেলে বৈঠক করেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, কাউন্সিলর অরূপ চক্রবর্তী, কাউন্সিলর কৈলাস মিশ্র, মুখপাত্র ঋজু দত্ত, আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভটাচার্য। নেতৃত্বের সওয়াল, মিটিং মিছিলের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে সক্রিয়। দলের বুথ স্তর থেকে শীর্ষ স্তরের নেতাদের সক্রিয় হতে হবে দলের বার্তাকে ছড়িয়ে দিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আর জি কর ইস্যু নিয়ে করা সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করার উপরও জোর দেওয়া হয়।

Related articles

ললিপপ সরকার চালাচ্ছে বিজেপি ভোট এলেই এজেন্সির দাপাদাপি, হুঙ্কার ছাড়লেন তৃণমূল সুপ্রিমো

বিজেপি(BJP) কেন্দ্রে ললিপপ(Lollypop) সরকার চালাচ্ছে। কমিশন ও এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। কিন্তু বাংলা ভয় পায় না। বৃহস্পতিবার মেয়ো...

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...
Exit mobile version