Monday, November 3, 2025

আর জি করের ঘটনাকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা তুলতে মাঠে নেমেছে বাম-রাম সহ ছোট ছোট অনেক সংগঠন। প্রতিদিন রাজপথে প্রতিবাদে নামা মানুষ যে শুধুই অরাজনৈতিক নয় বা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট দিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করা হচ্ছে তাও যে বিজেপির মতো আইটি নির্ভর দলের রাজনৈতিক ফায়দা তোলার জন্য, তা তথ্য দিয়ে কিছুদিন আগেই প্রমাণ করে দিয়েছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। এবার সেই সোশ্যাল মিডিয়ার ভুয়ো তথ্যকে পাল্টা দিতে নতুন পন্থা ঘোষণা করে আইটি সেল কর্মীদের নিয়ে বৈঠক করলেন শীর্ষ নেতৃত্ব।

১৪ অগাস্ট রাতে স্বতঃস্ফূর্ত আন্দোলনে বিচারের দাবিতে পথে নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ। আর ঠিক সেই রাত থেকেই সাধারণ মানুষের আন্দোলনকে হাইজ্যাক করেছে বিজেপি। বট ফার্মের সাহায্যে কীভাবে এক একটি তথ্যকে লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে দিয়ে আন্দোলনকে নিজেদের হাতের পুতুল করেছিল বিজেপি কীভাবে, তার তথ্য দিয়েছিলেন সাকেত। তৃণমূলের তরফে প্রকৃত সত্য তুলে ধরাই হবে শাসকদলের চ্যালেঞ্জ, দাবি নেতৃত্বের। তৃণমূল যেভাবে সিবিআই-এর ঘোরাঘুরি নয়, ধর্ষণ-খুনের বিচারের দাবি জানাচ্ছে, সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য শাসকদলের।

রবিবার শহরের একটি হোটেলে বৈঠক করেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, কাউন্সিলর অরূপ চক্রবর্তী, কাউন্সিলর কৈলাস মিশ্র, মুখপাত্র ঋজু দত্ত, আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভটাচার্য। নেতৃত্বের সওয়াল, মিটিং মিছিলের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে সক্রিয়। দলের বুথ স্তর থেকে শীর্ষ স্তরের নেতাদের সক্রিয় হতে হবে দলের বার্তাকে ছড়িয়ে দিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আর জি কর ইস্যু নিয়ে করা সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করার উপরও জোর দেওয়া হয়।

Related articles

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...
Exit mobile version