Friday, December 19, 2025

রাজ্যের বদলে মিলল শুধু জেলা! লাদাখ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে বাড়ছে ক্ষোভ

Date:

Share post:

লাদাখবাসীর দাবি ছিল পূর্ণ রাজ্যের স্বীকৃতি। তবে তা হল না। তবে এর মাঝেই কেন্দ্র সরকারের সিদ্ধান্তে লাদাখকে ভাগ করা হল আরও ৫টি জেলায়। রাজ্যের স্বীকৃতি নিয়ে আন্দোলন করে আসা লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুর দাবি, যদি এই জেলার ভাগ গণতান্ত্রিক ভাবে না হয় তবে তাঁরা আন্দোলনের পথেই যাবেন।

সোমবার সমাজমাধ্যমে জেলা বিভাজনের এই তথ্য পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্ত উন্নত ও সমৃদ্ধ লাদাখ তৈরির। সেই লক্ষ্যের দিকে তাকিয়েই এই কেন্দ্রশাসিত অঞ্চলকে নতুন ৫টি জেলায় ভাগ করা হয়েছে। তাঁর প্রতিশ্রুতি, এবার থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা ও সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে যাবে লাদাখের বাসিন্দাদের ঘরে ঘরে। তৈরি হবে আরও নতুন নতুন সুযোগ। নতুন জেলাগুলি- দ্রাস, নুবরা, শাম, চাংথাং, জানস্কার। উল্লেখ্য, আগে ২টি জেলা ছিল কার্গিল ও লেহ। ওই জেলাগুলি থেকেই তৈরি হয়েছে নতুন ৫টি জেলা। সব মিলিয়ে বর্তমানে জেলার সংখ্যা ৭।

তবে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়নি এই রাজ্যগুলির নিজস্ব প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি হবে, নাকি যেভাবে কেন্দ্রের নিয়ন্ত্রণে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে রয়ে গিয়েছে সেভাবেই শুধুমাত্র প্রশাসনিক ভাগ করা হল জেলাগুলি। লাদাখের মানুষ জেলা ভাগের দাবি দীর্ঘদিন ধরে জানিয়েছিলেন। তবে তাঁরা চেয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁরা নিজেদের প্রশাসন তৈরি করবেন। দিন-রাত একাকার করে খোলা আকাশের নিচে লাদাখে সোনম ওয়াংচুর নেতৃত্বে আন্দোলন হয়েছে। কিন্তু তারপরেও মেলেনি রাজ্যের স্বীকৃতি। এই জেলার ভাগ তাঁদের গণতান্ত্রিক অধিকার না দিলে তাঁরা ফের আন্দোলনে নামবে বলে জানিয়ে দেন সোনম।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...