Saturday, May 3, 2025

রাজ্যের বদলে মিলল শুধু জেলা! লাদাখ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে বাড়ছে ক্ষোভ

Date:

Share post:

লাদাখবাসীর দাবি ছিল পূর্ণ রাজ্যের স্বীকৃতি। তবে তা হল না। তবে এর মাঝেই কেন্দ্র সরকারের সিদ্ধান্তে লাদাখকে ভাগ করা হল আরও ৫টি জেলায়। রাজ্যের স্বীকৃতি নিয়ে আন্দোলন করে আসা লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুর দাবি, যদি এই জেলার ভাগ গণতান্ত্রিক ভাবে না হয় তবে তাঁরা আন্দোলনের পথেই যাবেন।

সোমবার সমাজমাধ্যমে জেলা বিভাজনের এই তথ্য পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্ত উন্নত ও সমৃদ্ধ লাদাখ তৈরির। সেই লক্ষ্যের দিকে তাকিয়েই এই কেন্দ্রশাসিত অঞ্চলকে নতুন ৫টি জেলায় ভাগ করা হয়েছে। তাঁর প্রতিশ্রুতি, এবার থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা ও সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে যাবে লাদাখের বাসিন্দাদের ঘরে ঘরে। তৈরি হবে আরও নতুন নতুন সুযোগ। নতুন জেলাগুলি- দ্রাস, নুবরা, শাম, চাংথাং, জানস্কার। উল্লেখ্য, আগে ২টি জেলা ছিল কার্গিল ও লেহ। ওই জেলাগুলি থেকেই তৈরি হয়েছে নতুন ৫টি জেলা। সব মিলিয়ে বর্তমানে জেলার সংখ্যা ৭।

তবে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়নি এই রাজ্যগুলির নিজস্ব প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি হবে, নাকি যেভাবে কেন্দ্রের নিয়ন্ত্রণে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে রয়ে গিয়েছে সেভাবেই শুধুমাত্র প্রশাসনিক ভাগ করা হল জেলাগুলি। লাদাখের মানুষ জেলা ভাগের দাবি দীর্ঘদিন ধরে জানিয়েছিলেন। তবে তাঁরা চেয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁরা নিজেদের প্রশাসন তৈরি করবেন। দিন-রাত একাকার করে খোলা আকাশের নিচে লাদাখে সোনম ওয়াংচুর নেতৃত্বে আন্দোলন হয়েছে। কিন্তু তারপরেও মেলেনি রাজ্যের স্বীকৃতি। এই জেলার ভাগ তাঁদের গণতান্ত্রিক অধিকার না দিলে তাঁরা ফের আন্দোলনে নামবে বলে জানিয়ে দেন সোনম।

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...