ধ.র্ষণের কড়া আইন নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠির জবাব কেন্দ্রের

দেশজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের ক্রমবর্ধমান প্রবণতায় লাগাম টানতে কঠোর কেন্দ্রীয় আইনের দাবি উঠেছে দেশ জুড়ে। এই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই দাবি কার্যত না মেনে ধর্ষণ রোখার যাবতীয় দায় রাজ্যের উপরেই চাপিয়েছে কেন্দ্র। নতুন আইন প্রণয়নের বিষয়টি সুকৌশলে এড়িয়ে গিয়ে কেন্দ্রের তরফে রাজনৈতিক ভাবে দোষারোপও করার চেষ্টা করা হয়েছে রাজ্যকে।

গত ২২ অগাস্ট প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে ধর্ষণ নিয়ে কড়া আইন আনার আর্জি জানিয়েছিলেন তিনি। সেই চিঠির জবাব দিয়েছেন কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। ২৫ অগাস্ট লেখা সেই চিঠিতে জানানো হয়েছে, দেশে ধর্ষণ এবং নারী নির্যাতন রোখার জন্য যথেষ্ট কড়া আইন রয়েছে। কী কী আইন রয়েছে, চিঠিতে তা-ও লেখা হয়েছে। তবে জানানো হয়েছে, এই আইন কার্যকর বিষয়টি রয়েছে রাজ্য সরকারের হাতে। মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে ধর্ষণ এবং নারী নির্যাতন মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করানোর আর্জি জানিয়েছিলেন কেন্দ্রকে। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দেশে এই নিয়ে প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তিনি অভিযোগ করেছেন,পশ্চিমবঙ্গে সেই প্রকল্প ঠিক মতো কার্যকর করা হয়নি।

আরও পড়ুন- দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ রাজ্যের, মজুত আলুর রিপোর্ট প্রতি সপ্তাহে দেওয়ার নির্দেশ

 

 

Previous articleমোহনবাগান-বিএফসি ডুরান্ড সেমিফাইনাল ম্যাচে নিষেধ টিফো-ড্রাম-ব্যানার
Next articleনবান্ন অভিযানে অশান্তি ঠেকাতে তৈরি পুলিশ, তিন স্টেশনে বাড়তি নজরদারি