Friday, August 22, 2025

চিকিৎসককে সপাটে চড়! ফের দিল্লির হাসপাতালে কর্মবিরতিতে রোগী ভোগান্তির আশঙ্কা

Date:

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুরোধে উঠেছিল কর্মবিরতি। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হল না। ফের এক চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থার অভিযোগে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠল দিল্লি (Delhi)। সূত্রের খবর, আর জি করের (R G Kar) ঘটনায় দোষীদের কড়া শাস্তি এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে কর্মবিরতি পালন করছিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু পরে সুপ্রিম কোর্টের অনুরোধে সেই কর্মবিরতি উঠলেও লাভের লাভ হল না। দিল্লির ডক্টর হেজওয়ার হাসপাতালে চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থার অভিযোগে ফের কর্মবিরতি পথে চিকিৎসকরা। নতুন করে কর্মবিরতির কারণে রোগী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

ঠিক কী ঘটেছিল?

দিল্লির ডক্টর হেজওয়ার হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে হেনস্থার অভিযোগ রোগীর বিরুদ্ধে! পাশাপাশি রোগীর ছেলে ওই চিকিৎসককে চড় মারেন বলে জানা গিয়েছে। ঘটনার পর চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, নাইট ডিউটিতে ছিলেন চিকিৎসক। আচমকাই কপালে গুরুতর চোট নিয়ে হাসপাতালে আসেন এক ব্যক্তি। তবে কপালের চোট এতটাই গুরুতর ছিল যে সেলাই করতেই হত। এমন অবস্থায় চিকিৎসক সেলাই শুরু করতেই চিকিৎসককে রীতিমতো ধাক্কা মেরে সরিয়ে দেন রোগী। এরপরই শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। সূত্রের খবর, সেই সময় চেম্বারের বাইরে দাঁড়িয়ে ছিলেন চিকিৎসকের ছেলে। গন্ডগোলের আঁচ পেয়ে তিনিও সটান চেম্বারে ঢুকে পড়েন এবং চিকিৎসককে সপাটে চড় মারেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর।


তবে চিকিৎসক জানিয়েছেন, রোগীর ছেলে মত্ত অবস্থায় ছিলেন। আচমকা কেন তাঁর গায়ে হাত তোলা হল তা বুঝেই উঠতে পারছেন না চিকিৎসক। তবে ঘটনার পরপরই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তবে ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে‌। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। রোগী সুস্থ হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।


Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version