Wednesday, August 20, 2025

দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ রাজ্যের, মজুত আলুর রিপোর্ট প্রতি সপ্তাহে দেওয়ার নির্দেশ

Date:

বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে এবং ভিন রাজ্যে আলু রফতানির ওপর নজর রাখতে রাজ্য সরকার হিমঘরগুলিতে মজুত আলুর পরিমাণ সম্পর্কিত সাপ্তাহিক রিপোর্ট তলব করেছে। এই মর্মে রাজ্যের কৃষি বিপণন দফতর এক বিজ্ঞপ্তি জারি করেছে। এতদিন দুসপ্তাহে হিমঘরগুলিকে মজুত আলুর পরিমাণ জানিয়ে কৃষি বিপণন দফতরকে রিপোর্ট দিতে হতো। এবার থেকে প্রতি সপ্তাহেই ওই রিপোর্ট পাঠাতে হবে। এক সপ্তাহে মোট কত আলু হিমঘর থেকে বের হল সব মিলিয়ে সেখান থেকে কত পরিমাণ আলু বেরিয়েছে আরও কত পরিমাণ মজুদ রয়েছে তার সবই ওই রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে।

উল্লেখ্য রাজ্যে পাইকারি বাজারে আলুর দাম বাড়ানো হবেনা এই শর্তে গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আলু ব্যবসায়ীদের সাপ্তাহিক দু’লক্ষ টন আলু রফতানির অনুমতি দেওয়া হয়। সেই নির্দেশ মানা হচ্ছে কিনা তা দেখতেই এই উদ্যোগ বলে জানা গেছে।ভিন রাজ্যে বেশি পরিমাণ আলু পাঠানোর জেরে যাতে রাজ্যের বাজারে ঘাটতি তৈরি না হয় সেটা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। হিমঘর মালিকদের সংগঠনের নেতা পতিতপাবন দে জানিয়েছেন, নতুন নিয়মে তাঁদের কোনও সমস্যা নেই।প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, ভিন রাজ্যে গোটা মাসজুড়ে আড়াই লক্ষ টন আলু সাধারণত যায়। ফলে এক সপ্তাহে সরকার নির্ধারিত পরিমাণের থেকে অনেক কম আলু যাবে। ভিন রাজ্যে আলু পাঠানো শুরু হলেও পাইকারি বাজারে দাম বাড়েনি বলেও তাঁর দাবি।

আরও পড়ুন- নবান্ন অভিযান: প্রকাশ্যে ‘ছাত্র সমাজ’-এর RSS-যোগ! চাপে পড়ে হাত তুলে নিল বাম-কংগ্রেস

 

 

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version