Saturday, November 29, 2025

ডবল ইঞ্জিন সরকারের বিহারে চোর সন্দেহে ‘মধ্যযুগীয় অত্যাচার’, ‘ঠুঁটো’ পুলিশে আস্থা নেই জনতার!

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে ফের আক্রান্ত যুবক। চোর সন্দেহে মধ্যযুগীয় অত্যাচার। গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লঙ্কার গুঁড়ো। আর্তনাদ করেও ছাড় পাননি তিনি। উলটে সেই ভিডিও তুলে ভাইরাল করা হয়েছে। কাজটিকে ‘অমানবিক’ বলে বর্ণনা করে এবং একজনকে গ্রেফতার করেই দায় সেরেছে নীতীশ কুমারের (Nitish Kumar) পুলিশ। ঘটনা নিয়ে বিজেপির (BJP) সঙ্গে জোট করে ক্ষমতায় থাকা জেডিইউ-র মুখ্যমন্ত্রীর মুখে কুলুপ। “এটা নীতীশ কুমার-বিজেপির মহাগুন্ডারাজ-মহাজঙ্গলরাজ। এরা তালিবানের চেয়েও খারাপ।”- তোপ বিরোধী আরজেডি-র।জেডিইউ-বিজেপি শাসিত বিহারের (Bihar) আরারিয়ায় নির্মম নির্যাতন। বাইক চুরির অভিযোগে এক তরুণের হাত বেঁধে, তার প্যান্ট নামিয়ে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢেলে দেয় একদল লোক। নির্যাতনের ঘটনা মোবাইল ফোনে রেকর্ড করে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। হাড় হিম করা এই ভিডিও-তে দেখা যাচ্ছে, এক যুবকের হাত বেঁধে, প্যান্ট নীচে নামিয়ে তাঁকে সামনে দিকে ঝুঁকিয়ে ধরে রাখে। একজন তাঁর গোপনাঙ্গে লাল লঙ্কার গুঁড়ো ঢেলে পেন দিয়ে ঢুকিয়ে দেয়। অসহ্য যন্ত্রনায় চিৎকার করে ছেড়ে দেওয়ার আর্জি জানান নির্যাতিত যুবক। কিন্তু কে শোনে কার কথা! পৈশাচিক আনন্দে হামলাকারীরা তখন দ্বিতীয় দফায় লঙ্কাগুঁড়ো ঢালছে।

ভিড়ের মধ্যে একজন পুলিশ (Police) ডাকার কথা বললেও, বাকিরা তাতে রাজি হননি। তাঁদের মতে, “পুলিশ চোরদের ছেড়ে দেয়”। অর্থাৎ বিহারের (Bihar) পুলিশ-প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থা নেই। আর সেই বিজেপিই আবার বাংলা-সহ অবিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে! এই বিষয় নিয়ে এক্স-হ্যান্ডেলে পোস্ট করে আরারিয়া পুলিশ। লেখে, “চুরির অভিযোগে একজন ব্যক্তির সঙ্গে এই অমানবিক কাজ হয়েছে। এর একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনাটি নিয়ে নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ-বিজেপি সরকারকে নিশানা করেছে প্রধান বিরোধী আরজেডি। তারা লেখে, “এটা নীতীশ কুমার-বিজেপির মহাগুন্ডারাজ-মহাজঙ্গলরাজ। এরা তালিবানের চেয়েও খারাপ। মুখ্যমন্ত্রীর বোধশক্তি নেই। বিহারে প্রতিদিন অনেক হত্যাকাণ্ড ঘটছে”।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...