Wednesday, November 12, 2025

BJP-র বাংলা বনধের ষড়যন্ত্র রুখতে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের, বুধ সকালেই শুনানি

Date:

বাংলার জনজীবন স্তব্ধ করার বিজেপির ষড়যন্ত্রের বিরোধিতায় কলকাতা হাই কোর্টে (High Court) জনস্বার্থ মামলা (PIL) দায়ের। বুধবার বিজেপির তরফে বাংলায় যে ১২ ঘণ্টার বন্ধুর বনধর ডাক দেওয়া হয়েছে তা রুখতে মঙ্গলবার জনস্বার্থ মামলা দায়ের হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি শুনানির আবেদন জানানো হয়েছিল। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাই কোর্টের প্রধান বিচারপতি। বুধবার শুনানির তালিকায় প্রথম মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আইনজীবী অগ্নীশ বসুর তরফ থেকে এ কথা জানানো হয়েছে।

রাজনৈতিক দলগুলির ডাকা বেআইনি বনধে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যাতে প্রভাবিত না হয় তা নিশ্চিত করার জন্য PIL দায়ের করা হয়েছে। বুধবার সকাল দশটায় প্রথম মামলা হিসেবে কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলার শুনানি হবে।আইনজীবী অগ্নীশ বসুর তরফ থেকে এ কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, অহিংস আন্দোলনের ডাক দেওয়া হলেও আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে হিংসাত্মক চেহারা নেয় মঙ্গলবারের নবান্ন অভিযান। পুলিশের ব্যারিকেড ভাঙতে গিয়ে যেমন লাঠির ঘায়ে জখম হয়েছেন আন্দোলনকারীরা, তেমনি তাদের ছোড়া ইটের ঘায়ে জখম হয়েছেন পুলিশ কর্মীরাও। বাবুঘাট, হাওড়া ময়দানে পুলিশকে ঘিরে ধরে গণপিটুনি দেওয়ার ছবিও দেখা গিয়েছে। জল কামানের তোড়ে , কাঁদানে গ্যাসের ধোঁয়ায় আর পুলিশের তাড়া খেয়ে আন্দোলনকারীরা পিছিয়ে গিয়েছেন। ফের এগিয়ে গিয়েছেন ব্যারিকেড লক্ষ্য করে।

রীতিমতো গেরিলা কায়দায় পুলিশের ওপর হামলা করতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের। প্রায় চার ঘণ্টা ধরে এই অবস্থা চলে। ছাত্রসমাজ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিলেও আসলে যে এই আন্দোলনের পিছনে গেরুয়া শিবির রয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে মিছিলের হাল হকিকত দেখে রাজ্য পুলিশের দাবি এই আন্দোলনকারীরা কোনওভাবেই ছাত্রদের আন্দোলন ছিল না।

আরও পড়ুন- দুরন্ত কামব্যাক মোহনবাগানের, সেমিতে বেঙ্গালুরুকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে সবুজ-মেরুন

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version