কমবে বৃষ্টি, দক্ষিণবঙ্গের জেলা থেকে সতর্কতা তুলে নিল হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে নিম্নচাপের প্রভাবে আগামী দু-তিন দিন বড় দুর্যোগের আশঙ্কা নেই। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে তার জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। এদিন শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে।


Previous articleবিজেপির বাংলা বনধে ভাটপাড়ায় ব্যাপক অশান্তি, চলল গুলি!
Next articleবনধের সমর্থনে কোলে মার্কেটে “দাদাগিরি” বিজেপি নেতার, অশান্তি পাকিয়ে আটক লকেট-রূপা