Thursday, August 21, 2025

উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫২ পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের, চার সপ্তাহে মেধাতালিকা

Date:

আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫২ পদে নিয়োগের পথে চাকরিপ্রার্থীরা। চার সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের তপোব্রত চক্রবর্তী ও পার্থ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। রাজ্যে নিয়োগের প্রক্রিয়া আদালতের ফাঁসে আটকে থাকার গেরো এই নির্দেশে খানিকটা হলেও কাটল। সাংসদ তথা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আদালতের নির্দেশে পুজোর আগেই চাকরি পেতে চলেছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।

কলকাতা হাইকোর্ট বুধবার নির্দেশ দিয়েছে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা চার সপ্তাহের মধ্যে প্রকাশ করবে এসএসসি। এই মেধাতালিকা প্রকাশ করতে হবে ১৪ হাজার ৫২ জনের। যার মধ্যে থাকবেন কারচুপির অভিযোগে বাতিল হয়ে যাওয়া ৫৫৯ জন। সেই সঙ্গে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাওয়া ৯০৪ জনের নামও ঢুকবে এই তালিকায়। অর্থাৎ আট বছর ধরে যে ১৪৬৩ জনের ওএমআর শিট বাতিল করা চাকরিপ্রার্থীরাও এবার আদালতের নির্দেশে কাউন্সিলিংয়ের পথে।

আদালতের নির্দেশ নতুন করে ইন্টারভিউ হবে না। যা নম্বর তাঁরা পেয়েছিলেন তার ভিত্তিতেই মেধাতালিকা প্রকাশিত করতে হবে এসএসসিকে। তালিকা প্রকাশের পরে আদালত নির্দেশ দেবে সকলেরই কাউন্সিলিং হবে বা নির্দিষ্ট ক্ষেত্রে কাউন্সিলিং হবে, তা নিয়ে। সেই মতো হবে নিয়োগ। তার মধ্যে সুপ্রিম কোর্টে এনিয়ে নতুন করে কোনও জলঘোলা না হলেই ছয় সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়াও সম্পন্ন হতে পারে বলে আশা আইনজীবীদের। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় দাবি করেন, আদালতের নির্দেশে বাম-বিজেপির চক্রান্ত ভেস্তে গেল। যেভাবে রাজ্য সরকারের চাকরির প্রক্রিয়া একের পর এক মামলা করে আটকে রেখেছিল বিরোধীরা, আদালত সেই জট কাটিয়ে চাকরির পথ খুলে দিল।

রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুও দাবি করেন অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্য সরকার। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, “মাননীয়া মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় সিলমোহর পড়লো মাননীয় কলকাতা উচ্চ ন্যায়ালয়ের। আপার প্রাইমারি বিদ্যালয়গুলিতে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের জটিলতা কেটে গেলো। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত দ্রুততার সঙ্গে এই নিয়োেগ পক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে। আশাকরি দুর্গাপুজোর আগেই হাসি ফুটবে কর্মপ্রার্থীদের মুখে।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version