তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। বুধবার, মেয়ো রোডের সেই মঞ্চ থেকেই দীর্ঘদিন বন্ধ থাকা ছাত্র সংসদের নির্বাচন দিন জানালেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ। ভোট করানোর দাবি জানিয়েছে বিরোধীরা। এদিনের মঞ্চ থেকে নয়া প্রক্রিয়া কার্যকর করে ছাত্রভোট করানোর নির্দেশ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) দেন মমতা।
রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ২০১৭ সালে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। এর পরে বিক্ষিপ্তভাবে কয়েকটি কলেজে ভোট হলেও সামগ্রিকভাবে নির্বাচন হয়নি। ব্রাত্য বসুও একাধিকবার বলেছিলেন, পরিস্থিতি বুঝে ছাত্র নির্বাচন করানো হবে। কিন্তু এখনও দিন ঘোষণা হয়নি। তবেস মমতার কথায় আশার আলো দেখছে ছাত্র সংগঠনগুলি।