Sunday, November 16, 2025

বারংবার অনুরোধ সত্ত্বেও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা

Date:

টানা কর্মবিরতি পালন করা ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। বুধবারের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, জুনিয়র ডাক্তাররা মিছিল করছেন, করুন। কিন্তু আপনারা তো অঙ্গীকারবদ্ধ। কাজে ফিরুন। মানুষ কষ্ট পাচ্ছেন। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রার শেষে তাঁদের বক্তব্য, সমস্ত দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবেই।

এদিনের ছাত্র পরিষদের সভা থেকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তারদের বিরুদ্ধে আমরা কোনও ব্যবস্থা নিইনি। দিল্লিতে আপনাদের বিরুদ্ধে এফআইআর করা হলেও আমি কিছু করিনি। সুপ্রিম কোর্টও আপনাদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছে। রাজ্যের হাতেও ক্ষমতা দিয়েছে। কিন্তু আমি কারওর বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইনি। মুখ্যমন্ত্রী বলেন, চাই ওরা ভালভাবে পড়াশোনা করুক। আমি মানবিকতায় বিশ্বাস করি। মানবিক মুখ দিয়ে আরও ডাক্তার তৈরি করতে চাই।

তবে এতকিছুর পরেও নিজেদের দাবিতেই অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, সমস্ত দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে দীর্ঘদিনের কর্মবিরতিতে ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের। ক্যান্সার আক্রান্ত রোগীরাও শিকার হচ্ছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিষেবার অভাবে ইতিমধ্যেই মারা গিয়েছেন বেশ কয়েকজন রোগী‌।

বুধবারের পদযাত্রা শেষে আন্দোলনকারীদের দাবি, সমস্ত অপরাধীদের খুঁজে বের করা ও তাদের চূড়ান্ত শাস্তি, তরুণী চিকৎকের খুন ও ধর্ষণের প্রমাণ লোপাটে স্বাস্থ্য ভবনের ভূমিকা আছে কিনা খতিয়ে দেখতে হবে। দাবি আরও, ১৪ অগাস্ট রাতে হাসপাতালে কারা তাণ্ডব চালিয়েছিল তা খুঁজে বের করা। প্রসঙ্গত, এই সবকিছুর তদন্ত করছে সিবিআই। পুলিশের থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে কেস হস্তান্তরিত হয়ে যাওয়ার দীর্ঘ ১৬ দিন পরও রহস্যের কিনারা হয়নি। এদিকে তদন্তে নেমেই রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল সঞ্জয় রাইকে। তারপর থেকে সিবিআই নতুন করে কাউকে গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন- অ্যাপিক্যাল রুটেড কাটিং: উন্নত মানের আলু উৎপাদনে নয়া প্রযুক্তি আনছে রাজ্য, ঘোষণা কৃষিমন্ত্রীর

 

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...
Exit mobile version