Friday, November 7, 2025

রক্তাক্ত হয়েছিলেন নবান্ন অভিযানে, দৃষ্টিশক্তিই হারালেন কলকাতা পুলিশ কর্মী

Date:

বিজেপির শান্তিপূর্ণ নবান্ন অভিযানে পাথর বৃষ্টির নজির বিহীন অরাজকতার সাক্ষী থেকেছে কলকাতা ও হাওড়া। হামালাকারীদের ঠেকাতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ পুলিশ কর্মী। সকলের নজরে পড়েছিলেন হেস্টিংস এলাকায় কর্মরত পুলিশ কর্মীর রক্তাক্ত ছবি, যেখানে তাঁর চোখ ফেটে রক্ত ঝরছিল। বুধবার চিকিৎসকরা জানালেন সম্পূর্ণভাবে বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন কলকাতা পুলিশের (Kolkata Police) সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী।

মঙ্গলবার নবান্ন অভিযানের শেষ বেলায় একটি বিরাট দল হেস্টিংস (Hastings) এলাকায় মিছিল করে আসে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে শহরের অন্য এলাকা থেকে অতিরিক্ত পুলিশ কর্মী হেস্টিংস এলাকায় পৌঁছানোর চেষ্টা করে সেখানে উপস্থিত পুলিশ ফোর্সকে সাহায্য় করতে। সেরকমই একটি পুলিশের গাড়িতে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন ইস্ট সাবার্বান ডিভিশনের (East Suburban Division) সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। হঠাৎই হামলাকারীরা সেই গাড়ি ঘিরে ধরে পাথর ছুড়তে থাকে। গাড়ির জানলা, সামনের কাঁচ ভেঙে পাথর ঢুকে আসে গাড়ির ভিতরে।

গাড়ির সামনে ছিলেন দেবাশিস চক্রবর্তী (Debasish Chakraborty)। সেই সময়ই তিনি আহত হন। তারপরেও দুষ্কৃতীরা গাড়ি ঘিরে তাণ্ডব চালাতে থাকে। গাড়ির চালক কোনওমতে দ্রুত গাড়ি চালিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হন। এরপরই দ্রুত দেবাশিসকে একটি অ্যাম্বুল্যান্স জোগাড় করে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। রাতেই ডাক্তাররা আশঙ্কা করেছিলেন তাঁর দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। বুধবার সেই আশঙ্কাই সত্যি হল। ডাক্তাররা জানালেন তিনি বাম চোখে দৃষ্টিশক্তি চিরদিনের জন্য হারিয়েছেন।

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version