“বদলা নয়, বদল চাই”- ২০১১ সালে বাংলায় পালাবদলের আগেই রাজ্যে শান্তি বজায় রাখতে, সকালে নিয়ে চলতে এই স্লোগান তুলেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এই বার্তাই এতদিন ধরে দিয়েছেন তিনি। তবে, বিরোধীদের ভূমিকায় ক্ষুব্ধ-বিরক্ত মমতা এবার বার্তা দিলেন, “আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। আজ বলছি, ওই কথা নয়। আজ বলছি, যেটা করার দরকার, সেটা আপনারা ভাল বুঝে করবেন।“
এ প্রসঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব এবং একটি গোখরো সাপের গল্প শোনান মুখ্যমন্ত্রী। বলেন, “এক বার একটা গোখরো সাপ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে বলেছিল, ঠাকুর আপনি আমাকে কামড়াতে বারণ করেছেন। কিন্তু আমায় ওরা রোজ ইট মারে। আমার রক্ত ঝরে। আমার যন্ত্রণা হয়। রামকৃষ্ণ তাকে বলেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি। কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি।“ ছাত্র সমাবেশের উদ্দেশে দলনেত্রীর বার্তা, “আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়া। দিয়ে ফোঁস করতে শিখুন, ফাঁস করতে শিখুন।“
মঙ্গলবার, বিজেপির নবান্ন (Nabanna) অভিযান-এ বহিরাগতদের উপস্থিতিও চোখ এড়ায়নি মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “বাইরের যাঁরা বাংলায় আছেন, তাঁরা নিজের মনে করে থাকুন। বিজেপির সঙ্গে মিশে গিয়ে পুলিশকে পেটালেন! মনে রাখবেন, আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে। আমি সেটা চাই না। আমি মৃত্যু চাই না। কিন্তু বাংলায় থাকতে গেলে ভালবেসে থাকতে হবে। এত দুর্বল ভাবার কোনও কারণ নেই।“
নাম না করে বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ক্ষুব্ধ মমতা জানান, “আমি এখনও সহ্য করছি। ধৈর্য ধরে আছি। সহ্যের সীমা পার করে গেলে আমি যে কী করতে পারি, তা কারও জানা নেই। কারণ, আই অ্যাম দ্য প্রোডাক্ট অফ মুভমেন্ট। আন্দোলনে আমার জন্ম। আন্দোলনেই আমার মৃত্যু হবে।“