Wednesday, August 27, 2025

ফের বঞ্চনা! এবার কেন্দ্রের ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটির তালিকা থেকে বাদ বাংলা

Date:

ফের বঞ্চনার শিকার বাংলা৷ এবার ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটির তালিকা থেকে বাদ বাংলার নাম। প্রসঙ্গত দেশের বিভিন্ন প্রান্তে ১২টি ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি গড়ে তোলার জন্য ২৮৬০২ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এই তালিকায় স্থান দেওয়া হয়নি বাংলাকে৷ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আয়োজিত হয়৷ সেই বৈঠকেই পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, উত্তরাখন্ড, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ইন্ডাসট্রিয়াল স্মার্ট সিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ এই তালিকায় নেই পশ্চিমবঙ্গ৷ এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন বারবার পশ্চিমবঙ্গকেই বঞ্চিত করছে মোদি সরকার ?

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের বিভিন্ন রাজ্যে যে ১২টি ইন্ডাসট্রিয়াল স্মার্ট সিটি গড়ে তোলা হবে তার মাধ্যমে বিনিয়োগ আসবে ১.৫২ লক্ষ কোটি টাকার৷ এই মর্মেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, নতুন ইন্ডাসট্রিয়াল স্মার্ট সিটি তৈরির প্রকল্পে প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ১০ লক্ষ, সঙ্গে থাকবে ৩০ লক্ষ পরোক্ষ কর্মসংস্থান৷ এর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের রেল পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ৬৪৫৬ কোটি টাকা৷

উল্লেখ্য, চলতি বছরের সাধারণ বাজেটেও বাংলাকে পুরোপুরি বঞ্চনা করেছে মোদি সরকার৷ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ বাংলার বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনার মত কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন্দ্র যেভাবে জোর করে আটকে রেখেছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন অভিষেক৷ এই ইস্যুতে সংসদের বাজেট অধিবেশনে লোকসভা কক্ষে দাঁড়িয়ে সরাসরি ট্রেজারি বেঞ্চকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বাংলার বকেয়া নিয়ে অবিলম্বে শ্বেত পত্র প্রকাশের দাবি জানান তিনি৷ একই সুরে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিন্সিপাল এডভাইসার ড: অমিত মিত্র৷ ‘আসলে পক্ষপাতদুষ্ট বাজেটের মাধ্যমে সামারসল্ট দিচ্ছে কেন্দ্রীয় সরকার-’ অভিযোগ করেছিলেন অমিত মিত্র৷

তারপরেও নিজেদের মনোভাব পরিবর্তন করেনি মোদি সরকার, প্রমাণ হয়েছে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরেই৷ এদিন যেভাবে দক্ষিণ ভারতের তিনটি রাজ্য তেলেঙ্গানা, কেরালা এবং অন্ধপ্রদেশে ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি গড়ার ঘোষণা করা হয়েছে তার মূলে আছে বিজেপির রাজনৈতিক প্রতিবন্ধকতা, দাবি করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের তরফে৷ এই মর্মেই ফের একবার কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তোপ দেগেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷ তাঁর প্রশ্ন, ‘বাংলা তো একটা শিল্পোন্নত রাজ্য৷ এভাবে বাংলাকে বঞ্চিত করা হবে কেন ? এই অধিকার মোদি সরকারকে কে দিয়েছে ? আমরা কেন্দ্রীয় সরকারের এই প্রতিহিংসাপরায়ণ মনোভাবের তীব্র নিন্দা করছি৷ বাংলার সঙ্গে এই পক্ষপাতদুষ্ট আচরণ মেনে নেবে না রাজ্যের মানুষ৷ ’

আরও পড়ুন- নৃশংস ঘটনা! মধ্যপ্রদেশে ৫০টি গরু ফেলা হল নদীতে, তদন্তে পুলিশ

 

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version