অফিস টাইমের ব্যস্ততায় হাওড়া স্টেশন পৌঁছেই গ্রীনলাইনে মেট্রো ধরেন? গঙ্গার তলা দিয়ে নিমেষে হাওড়া থেকে কলকাতায় পৌঁছে যাওয়ার জন্য রেল যাত্রীদের অন্যতম ভরসা হয়ে উঠেছে এই নতুন মেট্রো রুট। কিন্তু সোমবার থেকে শনিবার পর্যন্ত গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল (Metro Rail) গেলেও রবিবারে পরিষেবা বন্ধ থাকতো। এবার সেই সিদ্ধান্ত বদল। আগামী রবিবার অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকেই গ্রিন লাইনে মেট্রো (Green Line Metro) দৌড়বে। পুজোর (Durga Puja) আগে পরীক্ষামূলকভাবে এই মেট্রো চালানো হবে বলে খবর।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে জানানো হয়েছে সেপ্টেম্বরের পয়লা তারিখ থেকে প্রতি রবিবার রবিবার প্রথম ট্রেন দুপুর ২ টো ১৫ মিনিটে যাত্রা শুরু করবে। ১৫ মিনিট অন্তর চলবে ট্রেন। শেষ পরিষেবা মিলবে রাত ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত। পুজোর সময় প্রয়োজনমতো সুচি পরিবর্তিত হতে পারে বলে মনে করা হচ্ছে।