Saturday, November 8, 2025

এখনই ছাড় নয় ব্রিজভূষণের, কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগের মামলার পরবর্তী শুনানি ২৬ সেপ্টম্বর

Date:

গতকাল নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ করে দেওয়ার আবেদন করেছিলেন ব্রিজভূষণ শরণ সিং। জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন বজরং পুনিয়া-সাক্ষী মালিক-বিনেশ ফোগাটরা। ব্রিজভূষণ সেই এফআইআর খারিজ করে দেওয়ার আবেদন করেন। সেই নিয়েই এল এবার মামলার রায়। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এভাবে কোনও নির্দেশ দেওয়া যায় না। নতুন করে আবেদন করতে হবে ব্রিজভূশণকে। এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদসংস্থার।

এই নিয়ে দিল্লি হাই কোর্টের বিচারপতি নীনা বনশল ব্রিজভূষণের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন, দু’সপ্তাহের মধ্যে আবার আবেদন করতে। তিনি বলেন, “আবেদনকারী সময় চেয়েছেন। তাই তাঁকে দু’সপ্তাহ সময় দেওয়া হল।” তিনি আরও বলেন, “ সব কিছুতে একটা সর্বজনীন রায় দিয়ে দেওয়া যায় না। ট্রায়াল শুরু হওয়ার আগে ব্রিজভূষণকে আবেদন করতে হত। একবার ট্রায়াল শুরু হয়ে চার্জশিট তৈরি হওয়ার পরে এভাবে আবেদন করা যায় না।” এদিকে ব্রিজভূষণের আইনজীবী রাজীব মোহন শুনানিতে জানান, ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের কোনও সারবত্তা নেই। ব্রিজভূষণকে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতির পদ থেকে সরানোর জন্যই অভিযোগ করা হয়েছিল।

২৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে একটিই হলফনামা জমা দিয়েছিলেন ব্রিজভূষণ। কিন্তু প্রাক্রন কুস্তি কর্তার বিরুদ্ধে পাঁচজন কুস্তিগিরের অভিযোগের ভিত্তিতে চার্জশিট গঠন করা হয়েছে। একটি হলফনামায় সব অভিযোগের শুনানি হয় না বলেই জানিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version