নবান্ন অভিযানে চোখে আঘাত পাওয়া পুলিশ সার্জেন্টকে মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে দেখে এলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিক (BP Gopalika)। বুধবার, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন তোলেন, নবান্ন অভিযানে একটা চোখ নষ্ট হয়ে .যাওয়া ওই পুলিশ আধিকারিকের দায়িত্ব কে নেবে? পরে ওই পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তীর চিকিৎসার যাবতীয় খরচ বহন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মতো বৃহস্পতিবার, দেবাশিসকে (Debashis Chakraborty) দেখতে যান মুখ্যসচিব। তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনের পাশাপাশি চাকরির ভবিষ্যৎ নিয়েও পরিবারকে আশ্বস্ত করেন গোপালিকা।
আপাতত বেসরকারি ওই হাসপাতালে দেবাশিসকে পর্যবেক্ষণে রয়েছেন আহত পুলিশ আধিকারিক। ওই সার্জেন্ট এবং তাঁর পরিবারকে যেন চাকরি নিয়ে দুশ্চিন্তা না করেন সেই নিয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে সংশ্লিষ্ট দফতর এবং কলকাতা পুলিশকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে।