Tuesday, August 26, 2025

আট দিনের মহাকাশ অভিযানে গিয়ে আট মাস আটকে থাকতে হচ্ছে অন্তরীক্ষে। নার্ভ শিথিল হচ্ছে, কমছে হাড়ের ক্ষমতা। আদৌ বেঁচে পৃথিবীতে ফিরতে পারবেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্যারি বুচ উইলমোর? স্টারলাইনার ব্যর্থ হওয়ায় আগামী ফেব্রুয়ারিতে এলন মাস্কের স্পেস এক্স (Space X) থেকে সুনীতাদের ফিরিয়ে আনার জন্য মহাকাশযান পাঠানো হবে। তার মানে অপেক্ষা করতে হবে আরও ছ’ মাস। নাসার (NASA ) বিজ্ঞানীরা বলছেন আপাতত শরীর সুস্থ রাখতে অতিরিক্ত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন দুই মহাকাশচারী। খাবারের সমস্যা না হলেও এত দীর্ঘ সময় অভিকর্ষের বাইরে থাকতে থাকতে শরীর নিস্তেজ হয়ে পড়ার সম্ভাবনা প্রবল। চিন্তায় দুই বিজ্ঞানীর পরিবার।

সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর আগামী বছরের ফেব্রুয়ারি মাসের আগে আন্তর্জাতিক স্পেশ স্টেশন (International Space station) থেকে ফিরতে পারছেন না। এরই মাঝে শোনা যাচ্ছে, সংকট দেখা দিয়েছে অক্সিজেন ও খাবারের! সত্যি কি তাই? নাসার আশ্বাস, স্পেশ স্টেশনের উদ্দেশ্যে ইতিমধ্যেই ২টি কার্গো ফ্লাইট উড়ে গিয়েছে অক্সিজেন, জল, খাবার ও জামাকাপড় নিয়ে। একটি মহাকাশযানে আছে ৮,২০০ পাউণ্ডের জল, খাবার, প্রয়োজনীয় দ্রব্য। অপরটিতে আরও ৩ টন আনুষঙ্গিক জিনিস। তাই বিশেষ চিন্তার কোনও কারণ নেই। আরও জানানো হয়েছে, দুই মহাকাশচারী স্পেশ স্টেশনেই সবজি চাষ করছেন। মহাকাশ স্টেশনে আরও ভালো ফলন কী ভাবে সম্ভব-তা নিয়ে গবেষণাতেই ব্যস্ত রয়েছেন তাঁরা। তাঁদের সুস্থ থাকার জন্য প্রয়োজন ব্যায়ামের। সেই দিকে লক্ষ্য রেখে স্পেশ স্টেশনে তৈরি হয়েছে বিশেষ জিম-ও। এককথায়, ভালোই আছেন দু’জনে। সুনীতার মা বনি পাণ্ডিয়া সাংবাদিকদের বলেছেন, মেয়ে এর আগেও ৪০০ দিনের বেশি কাটিয়েছে স্পেশ স্টেশনে। নিজের কাজ নিয়ে ওর যথেষ্ট ধারণাও আছে। সব ঠিক হবেই। খুব বেশি চিন্তার কিছু নেই।


Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version