Wednesday, May 7, 2025

দেহ উদ্ধারের দিন কখন কোথায় ছিলেন সন্দীপ ঘোষ?সিবিআই জেরায় উঠে এলো তথ্য

Date:

Share post:

সিবিআই দফতরে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) ডেইলি প্যাসেঞ্জারি লেগেই রয়েছে। আজ, শুক্রবার ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে ১৬ দিনে ১৫ বার হাজিরা দিলেন তিনি। সকালে যান , রাতে বাড়ি ফেরেন। সব মিলিয়ে ১০০ ঘণ্টার বেশি কেন্দ্রীয় এজেন্সির জেরার মুখে পড়েছেন।

আজ, শুক্রবারও বেলা ১১টা নাগাদ সিবিআই দফতরে পৌঁছন তিনি। ইতিমধ্যেই কোর্টের অনুমতিতে তাঁর পলিগ্রাফ টেস্ট হয়েছে। গত রবিবার তাঁর বেলেঘাটার বাড়িতেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। লাগাতার সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) জিজ্ঞেসাবাদ করার পরেও কোনও যোগসূত্র কী আদৌ পেয়েছে সিবিআই? নাকি এখনও অন্ধকারেই কেন্দ্রীয় তদন্ত সংস্থা? নেই কোনও সলিড লিড। নেই কোনও ব্রেক থ্রু। সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে শুধু রাজ্যের মানুষ নয়, বিরক্ত খোদ নির্যাতিতার পরিবারও।

এদিকে ঘটনার দিন সম্পর্কে কী বলছেন সন্দীপ? অসমর্থিত সূত্রে খবর, সন্দীপ তদন্তকারীদের বলেন, ওইদিন সকাল ১০টা নাগাদ তিনি বাড়িতে ছিলেন। প্রতিদিনের মতো হাসপাতালে আসবেন বলে স্নান করছিলেন। সেই সময়ে হাসপাতালের তরফেই সুমিতা রায় তপাদার তাঁকে ফোন করেন। তিনি তখন বাথরুমে ছিলেন বলে ফোন ধরতে পারেননি। ফলে কল মিসড হয়। পরে তিনি কল ব্যাক করেন।

সন্দীপ আরও জানান, সুমিতা তাঁকে দেহ উদ্ধারের কথা জানান। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে রওনা দেন তিনি। ওসি টালা, অ্যাডিশনাল এমএসভিপিকে ফোন করেন। ওসি টালার ফোন পেয়ে তাঁকে ঘটনাস্থল সিকিউর করতে বলেন। সেই সঙ্গে কল করেন সুদীপ্ত রায়, চেষ্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকেও। সকাল এগারোটা নাগাদ তিনি আর জি করে পৌঁছন।

তাঁর বয়ান মিলিয়ে দেখতে সিবিআই জিজ্ঞেসাবাদ করেন তাঁর গাড়ির চালককেও। কিন্তু ঘটনার পরবর্তী সময়ে হাসপাতালের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে এখনও একাধিক জায়গায় ধোঁয়াশা রয়েছে বলে দাবি সিবিআই সূত্রের। কিন্তু সন্দীপকে গ্রেফতারের মতো এখনও কোনও ক্লু বা তথ্য প্রমাণ হাতে নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

আরও পড়ুন: ধর্ষণে কঠিন শাস্তির দাবি: প্রধানমন্ত্রীকে দ্বিতীয় চিঠি মুখ্যমন্ত্রীর, ব্যাখ্যা মহিলা কমিশনকে

 

 

spot_img

Related articles

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে...