Friday, December 12, 2025

শিশুদের পোলিও টিকা দিতে গাজায় তিন দিনের যুদ্ধবিরতিতে রাজি হামাস ও ইজরায়েল

Date:

Share post:

গাজায় তিন দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইজরায়েল।গাজার তিনটি ভিন্ন এলাকায় যুদ্ধ বন্ধ রাখতে একমতে পৌঁছেছে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ও ইজরায়েল। প্রথম পর্যায়ে ৬ লাখ ৪০ হাজার শিশুদের পোলিও টিকার কার্যক্রম শেষ করতে এই সিদ্ধান্তে পৌঁছেছে তারা।ডব্লিউএইচও এর একজন সিনিয়র আধিকারিক এই তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র আধিকারিক রিক পিপারকর্ন জানিয়েছেন, আগামী রবিবার থেকে পোলিও ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। এজন্য সকাল ৬টা থেকে শুরু করে বেলা ৩টা পর্যন্ত হামাস ও ইজরায়েলের মধ্যে হামলা বন্ধ থাকবে।তিনি আরও বলেছেন, গাজার কেন্দ্রস্থল থেকে পোলিও টিকা ক্যাম্পেইন শুরু হয়ে দক্ষিণ গাজায় যাবে। পরবর্তীতে আরও তিনদিনের যুদ্ধবিরতি হবে তখন উত্তর গাজায় পোলিও টিকা কার্যক্রম চলবে। পিপারকর্ন বলেন, প্রয়োজনে যুদ্ধ চারদিনের জন্য বন্ধ রাখার চুক্তি হতে পারে।পিপারকর্ন জানিয়েছেন, প্রথম রাউন্ড শেষ করার চার সপ্তাহ পর দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম শুরু করতে হবে।

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হয়। সেখানে ডব্লিউএইচও’র জরুরি অবস্থার পরিচালক মাইক রেয়ান বলেন, গাজায় পোলিও কার্যক্রম শেষ করতে অতিরিক্ত এক থেকে দুইদিন সময় লাগতে পারে।

এর আগে ২৩ অগাস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছিল যে গাজায় একটি শিশু টাইপ ২ পোলিও ভাইরাসে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। ২৫ বছরের মধ্যে ওই অঞ্চলে এটিই প্রথম ঘটনা।প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এখনও পর্যন্ত গাজায় ইজরায়েলের হামলায় ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।অন্যদিকে ইজরায়েলের দাবি হামাসের হামলায় বারোশো ইডরায়েলি নিহত হয়েছেন।

 

 

 

spot_img

Related articles

বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

আফসোস নাকি অভিযোগ? বিহারের নির্বাচনে পরাজয়ের পরে লালু প্রসাদ যাদবের পরিবারে যে ভাঙন ধরেছিল তাতে বড়সড় আঘাত পেয়েছিলেন...

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী! পুশব্যাকের হুমকি

ফের ডবলইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় (Orissa)...

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত...