Thursday, January 29, 2026

প্রতিবেশীকে কুপিয়ে খুন! বছর ঘুরতে না ঘুরতেই অভিযুক্তকে ফাঁসির সাজা জলপাইগুড়ি আদালতের 

Date:

Share post:

কাজ থেকে সরিয়ে দেওয়ার রাগে প্রতিবেশীকে ধারাল অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে খুনের অভিযোগ! সেই খুনের ঘটনায় এবার অভিযুক্ত নিরঞ্জন মণ্ডলকে ফাঁসির সাজা শোনাল জলপাইগুড়ি জেলা আদালত (Jalpaiguri District Court)। দীর্ঘ একবছর ধরে ট্রায়াল চলার পর বৃহস্পতিবার জেলা আদালতের অ্যাডিশনাল ফোর্থ কোর্টের বিচারক রিন্টু সুর এই সাজা শোনান। একই সঙ্গে জেলা লিগ্যাল এইড সার্ভিসকে (Legal Aid Service) মৃত ব্যক্তির শিশু কন্যা ও স্ত্রীকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। দীর্ঘ এক বছর পর আদালতের এই রায়ে খুশি মৃত স্বপন বর্মনের পরিবার। যদিও এই নির্দেশের বিরোধীতা করে উচ্চ আদালতে যাওয়ার তোড়জোড় শুরু অভিযুক্ত নিরঞ্জন মন্ডলের পরিবার।
২০২৩ সালের ৬ জুন শিলিগুড়ির আশিঘর এলাকায় দুর্ঘটনা ঘটে। আদালত সূত্রে খবর, ২৯ বছরের স্বপন বর্মন পেশায় মিস্ত্রী ছিলেন। অভিযুক্ত নিরঞ্জন মণ্ডল স্বপনের সঙ্গেই কাজ করত বলে খবর। কিন্তু নিরঞ্জন অসামাজিক কাজে যুক্ত থাকায় তাকে কাজ থেকে সরিয়ে দিয়েছিলেন স্বপন। এরপরই মাথায় রাগ উঠে যায় নিরঞ্জনের। প্রতিশোধের নেশা তাকে তাড়া করে বেড়ায়। এরপর ২০২৩ সালের ৬ জুন শিলিগুড়ির আশিঘর এলাকায় স্বপনকে রাম দা চালিয়ে খুন করে নিরঞ্জন। ওই দিন সকালে আশিঘর মোর এলাকায় একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন স্বপন। অভিযোগ, আচমকা ছুটে এসে রাম দা দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারতে থাকে নিরঞ্জন। রক্তাক্ত অবস্থায় স্বপনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

এদিকে ঘটনার পরেই আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়েরের পর গ্রেফতার করা হয় নিরঞ্জনকে। তারপর প্রায় এক বছর ধরে চলছিল মামলা। অবশেষে সাজা ঘোষণা হল।

আদালতের রায়ের খুশি মৃতার বোন লক্ষ্মী দাস। তিনি বলন, আমার দাদাকে নৃশংস ভাবে খুন করেছিল ও। দাদার ছোট মেয়ে ও বউ রয়েছে বাড়িতে। অবশেষে ফাঁসির সাজা হল। আমরা খুব খুশি। অন্যদিকে আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দারস্থ হতে চলেছেন অভিযুক্তের পরিবার।

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...